শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা চলবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পরীক্ষা চলমান রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তারা পড়ার টেবিলে ফিরে যেতে চান।
কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের আহ্বায়ক আবু বক্কর বলেন, ‘আমরা কর্তৃপক্ষের সিদ্ধান্তে খুশি। আর কোনো আন্দোলন নয়। আমরা পড়ার টেবিলে বসতে চাই। সরকারের সিদ্ধান্ত পাওয়ার সঙ্গে সঙ্গেই রাস্তা থেকে সরে গেছি।’
এদিকে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল ও আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।’
বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, সাতটি সরকারি কলেজের চলমান ও ঘোষিত পরীক্ষাগুলো শর্তসাপেক্ষে অনুষ্ঠিত হবে।
শর্তগুলো হলো, পরীক্ষা চলার সময়ে হোস্টেল খোলা হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নিতে হবে।