ePaper

গ্রেপ্তারি পরোয়ানা,বরগুনা শিক্ষা কর্মকর্তার!

আতিকুর রহমান খান দিপু, বরগুনা প্রতিনিধি

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।  বুধবার (১৯ নভেম্বর) বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, শিক্ষা কর্মকর্তার দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার নিপা গত ৫ অক্টোবর আদালতে ১ কোটি ২২ লাখ ৬ হাজার ৬৬ টাকা দাবি করে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, ফুলঝুড়ি ইউনিয়নের একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে জসিম উদ্দিন তার (নিপার) সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। নিপা জানান, ২০২২ সালের ২৫ জুন দশ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে সম্পন্ন হয়। ওই সময় জসিম উদ্দিন নিজেকে অবিবাহিত দাবি করেন। পরে তার চট্টগ্রামে থাকা প্রথম স্ত্রী বিয়ের বিষয়টি জানতে পারলে দাম্পত্য জীবনে অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে তিনি কিছুদিন নিপাকে এড়িয়ে চললেও পরে আবার তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে চলতি বছরের ২৮ এপ্রিল জসিম উদ্দিন স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুনরায় ৯১ লাখ টাকা দেনমোহরে লাভলী আক্তার নিপাকে বিয়ে করে তার সঙ্গে বসবাস শুরু করেন।

অভিযোগ রয়েছে, দ্বিতীয় বিয়ের বিষয়টি জানতে পেরে প্রথম স্ত্রী মমতাজ বেগম ২ অক্টোবর স্বামীকে নিয়ে নিপার বাড়িতে গিয়ে তাকে হুমকি প্রদান করেন। এতে নিপা অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে কাবিনের টাকা ও খোরপোশ দাবি করে তিনি আদালতে মামলা করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত চট্টগ্রামের পাহারতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে,জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *