কক্সবাজারের উখিয়া ডিগ্রী কলেজের ছাত্র ও সদ্য এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রনেতা মো. আইয়ুবকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। গত বৃহস্পতিবার বিকালে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে হোয়াইক্যং এলাকায় স্থানীয় ঝিমংখালীবাসী ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে নারী, পুরুষ, শিশু, শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। এতে স্থানীয় এলাকাবাসী জানান, মেধাবী ছাত্র আয়ুব। কোনদিন কোন অপরাধের সাথে জড়িত ছিল না। বরং বিভিন্ন সময় অপরাধীদের বিরুদ্ধে অবস্থান ছিল তার। এলাকার একটি চক্র দীর্ঘদিন এলাকায় ভূমিদখল, অপহরণ বানিজ্য ও প্রশাসনের সাথে দালালি করে আসছিল। সম্প্রতি দিনদুপুরে স্থানীয় চায়ের দোকান আড্ডারত আয়ুবকে সাদা পোষাকে তুলে নিয়ে যায়। পরে তাকে মাদক মামলায় জড়িয়ে গ্রেফতার দেখানো হয়। এতে একজন মেধাবী ছাত্রের ভবিষ্যত অনিশ্চিত হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় ভাবে বিভিন্ন অপরাধের প্রতিবাদ করায় ভূমিদস্যু চক্র ও অপহরণকারীদের ইন্ধনে তাকে সাদা পোষাকে আটক করার পর ইয়াবা মামলায় জড়িয়ে হয়রানীর ঘটনা ঘটানো হয়েছে। মানববন্ধনে স্থানীয় শত শত নারী-পুরুষ, শিশু ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবীতে সংবাদ সম্মেলন করে পরিবার।