চাঁদপুরে নৌ পুলিশ মা ইলিশ সংরক্ষন অভিযানে ২শ ৪২ জন জেলে আটক ও ৮৫ টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে। এসময় ১ হাজার ৬০৪ কেজি ইলিশ, ৪৬ লাখ ৮১ হাজার ৬১৫ মিটার জাল জব্দ করা হয়। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহম্মেদ জানান গত ১৩ অক্টোবর থেকে মা ইলিশ সংরক্ষন অভিযানে চাঁদপুর নৌ থানা, আলুর বাজার,হরিনাঘাট,নীল কমল,মোহনপুর ও বেলতলী নৌ পুলিশ ফাড়ি দিবারাত্রি অভিযান চালায়। গত ৩০ অক্টোবর পর্যন্ত ১৭ দিনে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে মা ইলিশ ধরার দায়ে ২শ ৪২ জন জেলেকে আটক করা হয়।এসময় ৮৫ টি জেলে নৌকা,৪৬ লাখ ৮১ হাকার ৬১৫ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল,১হাজার ৬শ ৪ কেজি ইলিশ কব্দ করা হয়। আটককৃতদের মধ্যে ১শ ৩১ জন জেলেকে বিনাশ্রম কারাদন্ড, ১শ ১১ জন জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে। এছাড়া ২০ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ স্হানীয় মাদ্রাসা এতিমখানায় বিতরন করা হয়। জব্দকৃত নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড ও চাঁদপুর নৌ থানা হেফাজতে রয়েছে। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপাট সৈয়দ মোশফিকুর রহমান বলেন ইলিশের নিরাপদ প্রজনন সম্পন্ন করতে আমাদের প্রতিটি ইউনিট দিবারাত্রি কাজ করছে।এ পর্যন্ত আমাদের পরিচালিত অভিযানগুলো সফল। এই অভিযান অব্যাহত থাকবে।