ফরিদপুরের আলফাডাঙ্গায় নিষিদ্ধ চায়না জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্ত্বরে জব্দকৃত ২০০০ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে দেওয়া হয়। বুধবার বিকেলে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকায় মধুমতি নদী থেকে ২০০০ মিটার নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়। এসময় সেখানে কোনো মৎস্য শিকারীকে পাওয়া যাইনি। জব্দ করা জাল পরদিন সকালে উপজেলার চত্ত্বরে পুড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন, কৃষি কর্মকর্তা তুষার সাহা, ওসি হারুন অর রশিদ ও সমাজসেবা অফিসার ওহিদুজ্জামান প্রমুখ। উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুম চলাকালিন সময় বৃহস্পতিবার বিকেলে উপজেলারগোপালপুর, বানা ও পাঁচুড়িয়া ইউনিয়ন এলাকায় মধুমতি নদীতে অভিযান চালিয়ে ২০০০ মিটার চায়না জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। অভিযান অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সারমীন ইয়াসমীন।