চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। বুধবার দুপুরে শহরের বড়বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ভোক্তার চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহাম্মেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় মধুসূদন সাধু খা’র মেসার্স লক্ষ্মী স্টোর, মুক্তি সাধু খা’র মেসার্স মুক্তি স্টোর, ফারুক হোসেনের মেসার্স রিদওয়ান ফিস ও আবদুল খালেকের মুরগি হাউসে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জরিমানা করা হয়। চার প্রতিষ্ঠানকে মোট ছয় হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তার চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহাম্মেদ অভিযানে মুদি দোকান, মাছ-মাংস বাজার, মুরগী বাজার, সবজি ও পেঁয়াজসহ আরও কিছু প্রতিষ্ঠানে তদারকি করেন। ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এসময় বাজার কমিটির মাধ্যমে ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।