রংপুরের গঙ্গাচড়ায় সরকারি বিধিবিধান লঙ্ঘন করে অবৈধভাবে অতিরিক্ত সার মজুত করায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) এক ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার গজঘণ্টা বাজারে মেসার্স খলিলুর রহমান ট্রেডার্স এ অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি এ অর্থদণ্ড দেন। বিসিআইসির ওই ডিলারের নাম খলিলুর রহমান। উপজেলার গজঘণ্টা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ডিলার। জানা যায়, বিসিআইসি ডিলার খলিলুর রহমান সার ব্যবস্থাপনা আইনের বাইরে অতিরিক্ত সার মজুত করে ব্যবসা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খলিলুরের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে সার মজুতের দায়ে সার ব্যবস্থাপনা আইনে ওই ডিলারকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও ১১১ বস্তা এমওপি সার জব্দ করা হয়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। অবৈধভাবে অতিরিক্ত সার মজুত করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা ও এমওপি সার জব্দ করা হয়েছে।