জামালপুরের মেলান্দহ উপজেলা কৃষকূূদলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে দুরমুঠ ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে দুরমুঠ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক তিনবারের সফল চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু। এ সময় উপস্থিত ছিলেন দুরমুঠ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল, জিয়াউল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, আব্দুর রহিম মাষ্টার, বাকীনুর ইসলাম,আলমগীর মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হজরত আলী আন্না,যুগ্ম আহবায়ক,লিখনুজ্জামান লিখন,দুরমুঠ ইউনিয়ন যুবদলের সভাপতি হেলাল উদ্দিন, কৃষক দলের সভাপতি মতিউর রহমান তারা তালুকদার, সেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, ছাত্র দলের সভাপতি আরিফ হোসেন মারুফ প্রমুখসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।