হাফেজ মুহাম্মদ ফাহিম পনের মাসেই কোরানে হাফেজ সম্পন্ন করেছে, কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের জেল গেইট পুলিশ লাইনের পিছন ইসলামিয়া তালিমিয়া মডেল হিফজ খানা ও এতিম খানা মাদ্রাসা থেকে। টেকনাফ উপজেলা হোয়াইক্যং লম্বা বিল গ্রামে হাফেজ মুহাম্মদ ফাহিমের বাড়ি। তার বাবা মালয়েশিয়া প্রবাসী ও একজন বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা, মাতা একজন গৃহিণী। শুক্রবার জুমাবার বাদে জুমা মাদ্রাসায় আনুষ্ঠানিকতার মাধ্যমে হাফেজ মুহাম্মদ ফাহিমের হিফজ বিভাগের আনুষ্ঠানিকতা শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, ইসলামিয়া তালিমিয়া মডেল হিফজ ও এতিম খানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ এইচ এম কলিম উল্লাহ, প্রতিষ্ঠাতা সভাপতি নুরুল আলম সিকদার, সহকারী পরিচালক শিক্ষা হাফেজ মুহাম্মদ আরাফাত, সিনিয়র শিক্ষক হাফেজ আমিনুল ইসলাম, হাফেজ মুহাম্মদ রায়হান ও মাদ্রাসার সকল শিক্ষার্থী বৃন্দ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক এইচ এম কলিম উল্লাহ জানান, শিশু হাফেজ মুহাম্মদ ফাহিমের কোরানে হাফেজ সম্পন্ন হওয়ার পিছনে মাদ্রাসার সকল শিক্ষকদের রাত দিন পরিশ্রমেই হয়েছে। এই মাদ্রাসা থেকে গত বছরের ও ০৭ জন কোরানে হাফেজ সম্পন্ন হয় বের হয়েছে, মহান আল্লাহর দরবারে শুকরিয়া করছি এই সফলতার জন্য। অনুষ্ঠান চলাকালে মালয়েশিয়ায় হাফেজ মুহাম্মদ ফাহিমের পিতা এক প্রতিক্রিয়ায় বলেন, আল্লাহর অশেষ রহমতে ছেলে কে কোরানে হাফেজ করতে পেরে আজ আমার প্রবাস জীবন সফল ও সার্থক মনে করি। ইসলামিয়া তালিমিয়া মডেল হিফজ ও এতিম খানা মাদ্রাসা সকল শিক্ষক ও মাদ্রাসার পরিচালনা কমিটির প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।