ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকান্ডের ঘটনায় বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মন্ডলকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন-৪। বৃহস্পতিবার সকালে বিষয়টা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক বাদল তালুকদার। বুধবার রাতে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। এর আগে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে সেলিম মন্ডলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সেলিম মন্ডল সাভার উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সাভার মডেল থানার উপ-পরিদর্শক বাদল তালুকদার গণমাধ্যমকে জানান, সেলিম মন্ডলকে গ্রেপ্তার করে থানায় দিয়েছে র্যাব-৪। তাকে ১০ দিনের চেয়ে অন্যান্য আসামিদের সাথে আজ আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের পরিবার পরবর্তীতে সাভার মডেল থানা ও আদালতে হত্যা মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় এমন মামলার এজাহারভুক্ত আসামি সেলিম মন্ডলকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে র্যাব।