খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার) পিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে পুলিশ ও ছাত্র-জনতার এক মহড়া গতকাল নগরীতে অনুষ্ঠিত হয়। উক্ত পুলিশ ও ছাত্র-জনতার মহড়ায় খুলনার মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদেরকে ছাত্র সমন্বয়কগণ ও জনতা ফুল দিয়ে বরণ করেন। কেএমপি’র আওতাধীন খুলনা থানার রুপসা ট্রাফিক মোড়, ময়লাপোতা, শিববাড়ি জোড়াগেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ের সকল পয়েন্টে খুলনাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমন্বয়কগণ ও ছাত্র-জনতার মিলন মেলার মাধ্যমে পুলিশের কার্যক্রমকে আরও বেগবানের গতিধারার আশাবাদ ব্যক্ত করে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যদের অভিনন্দন জানানো হয়। উক্ত পুলিশ বহরে ছাত্র সমাজ খুলনা মহানগরীকে মাদকমুক্ত, সন্ত্রাস,অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার, নগরবাসীর সার্বিক সেবা প্রদান ও চাঁদাবাজি মুক্ত খুলনা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময়ে খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সমন্বয়কগণসহ কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম(বার) পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রাকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিপিএম-সেবা, খুলনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন খান পিপিএম -সেবা, খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, খুলনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিমাই চন্দ্র কুন্ডুসহ পুলিশের অসংখ্য সদস্যবৃন্দ এবং ছাত্র সমন্বয়কগণ ও জনতারা এ সময়ে উপস্থিত ছিলেন।