রংপুরের গঙ্গাচড়া থানা এলাকার বিনোদন কেন্দ্র ভিন্নজগতের পাশে ধানক্ষেত থেকে আবু সিয়াম (১৯) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সিয়াম খলেয়া ইউনিয়নের লালচাঁদপুর নয়াপাড়া এলাকার আলতাব হোসেনের ছেলে। সে পূর্বে ভিন্নজগতে ফ্রিল্যান্সিং আলোকচিত্রী হিসেবে কাজ করতো। এখন সে তার মামার ইট, বালুর পয়েন্ট দেখাশুনা করে। এ ঘটনায় সিয়ামের ঘনিষ্ঠ বন্ধু নাজমুল ইসলাম মিঠু নামে এক মোবাইল ব্যবসায়ী যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে এক ব্যাক্তি ভিন্নজগৎ এলাকার ক্যানেলের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মাঝে রক্তে ভেজা মাটি দেখতে পায়। এসময় তিনি পাশে তাকাতেই দেখেন রাস্তার পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে একজনের মরদেহ পরে আছে। পরে স্থানীয় কয়েকজনকে খবর দেন তিনি। পরিবারের লোকজন এসে চিহ্নিত করে এটা সিয়ামের লাশ। সিয়াম সোমবার রাত থেকে নিখোঁজ ছিলো। স্থানীয়রা পুলিশকে খবর দিলে গঙ্গাচড়া থানা পুলিশ ও রংপুর সিআইডি এসে লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এসময় লাশের পাশে একটি ভাঙা চাকু, একটি রক্তমাখা টি-শার্ট আলামত হিসেবে জব্দ করা হয়। এ বিষয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) হোসাইন মুহাম্মদ রায়হান বলেন, ঘটনাস্থল থেকে লাশের প্রাথমিক সুরতাল করে কিছু আলামত উদ্ধার করেছি। লাশের গলায় ছুরির কয়েকটি ক্ষত পাওয়া গেছে। তার ঘনিষ্ঠ এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।