নোয়াখালীর সোনাইমুড়িতে কীটনাশক খেয়ে তানিয়া আক্তার রুমি (২৩) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে সোমবার বিকাল ৫টায় উপজেলার আমিশাপাড়া ইউপির বিহিরগাঁও গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে, সে মোহাম্মদ আলীর মেয়ে। নিহত তানিয়া একই এলাকার জহিরের স্ত্রী। মৃতদেহটি উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ও নিহতের পরিবার জানান, গত ৪ বছর পূর্বে ইসলামী শরীয়া ভিত্তিতে জহিরের সাথে একই এলাকার মোহাম্মদ আলীর মেয়ে তানিয়ার সাথে বিয়ে হয়। তানিয়ার ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত বছর জহির সৌদি প্রবাসে চলে যায়। প্রবাশে যাওয়ার পর থেকে তানিয়া পরকিয়ায় লিপ্ত হয়। মা বাবা বার বার শাসন করার পরও সে কথা না শুনে পরকিয়ায় লিপ্ত হয়। মা বকা দিলে কোনো এক সময় সে কীটনাশক খেয়ে আত্মহত্যা করে। তার মা ৪টার পর থেকে মেয়ের দরজা বন্ধ থাকা দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে এসে রুমের দরজা বন্ধ পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে খাটের উপর শোয়া অবস্থায় তানিয়াকে দেখতে পায়। পরে স্থানীয় লোকজন সোনাইমুড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাইমুড়ি থানার (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে বিষ পান করে আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর মূলকারণ জানা যাবে।