ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র রবিবার দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তর কর্তৃক সহায়তা সামগ্রী ও ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে বিভিন্ন অনুদানের ৩২ লক্ষ টাকার চেক বিতরণ করেন। এ সময়ে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ বছর যাবত সরকার দেশের অসহায় ও দুস্থদের মাঝে বিভিন্ন অনুদানসহ তাদের আর্থিক সচ্ছলতার জন্য চেক বিতরণ করে চলেছেন। আমরা আশা করি এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। জাতির পিতার সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের উক্ত ধারাবাহিকতা দেশের অসহায় মানুষের উন্নয়নের জন্য অব্যাহত থাকবে। ভূমি মন্ত্রী আরও বলেন, দেশের মালিক হলেন জনগণ সে কারণে জনগণের কল্যাণে সরকার বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়ন বিঘ্নিত করতে যারা জনগণের ও সরকারি সম্পদ ধ্বংস করছে তাদের অচিরেই আইনের আওতায় বিচার এখন জরুরী হয়ে পড়েছে। খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ। উক্ত অনুষ্ঠানে এ সময়ে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন পারভীন রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জসহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত ৮৬টি পরিবারের মাঝে একশত এক ব্যাল্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৩ হাজার টাকার চেক বিতরণ করেন। এছাড়াও ভূমিমন্ত্রী স্বেচ্ছাসেবী তহবিল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯৪ জন দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ৮ লক্ষ ১৫ হাজার টাকার চেক, নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭টি বৈদ্যুতিক পাখা, দুস্থ নারীদের মাঝে পাঁচটি সেলাইমেশিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ৩ জন, যুব ও যুব মহিলাদের ৪০ হাজার টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেন। পরবর্তীতে মন্ত্রী গাভী পালনের জন্য ৩০ জন যুব মহিলকে সনদপত্র প্রদান, দ্বিতীয় কিস্তিতে উপজেলার নিবন্ধনপ্রাপ্ত ১১টি এতিমখানার অনুকূলে মোট একশত ৫৮জন এতিমের মাসিক দুই হাজার টাকা করে ১৮ লাখ ৯৬ হাজার টাকার চেক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জন শিশুর মাঝে তিনটি হুইল চেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। অবশেষে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ ডুমুরিয়া উপজেলা পরিষদ হলরুমের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন এবং ডুমুরিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় যোগদান করেন।