কেএমপি’র আওতাধীন খুলনা সদর থানার ২৪নং ওয়ার্ডের সরকারি স্কুল এন্ড কলেজ সংলগ্ন বকুলতলা মোড়ের পাঁকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে সবুজ মন্ডল(২৪) পিতা-নিতীশ চন্দ্র মন্ডল, সাং-আড়ংঘাটা, জেলা-খুলনা, এ/পি সাং-কালিশাকুল, থানা-অভয়নগর, জেলা-যশোর এর ১টি সবুজ রংয়ের ইজিবাইক চুরি হয়ে যাওয়ার পরবর্তীতে সবুজ মন্ডল ঘটনাস্থলের আশে-পাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ইজিবাইক চোরদেরকে সনাক্ত করতে সক্ষম হয়। উক্ত ইজিবাইক আন্তঃজেলা চোরদের ধরতে খুলনা থানা পুলিশের একটি চৌকস টিম খুলনা শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় সবুজ মন্ডল খুলনা সদর থানাধীন ৩নং কাশেম নগর সড়কে অবস্থানকালে তার হারানো ইজিবাইকসহ চোরদের দেখে খুলনা সদর থানা পুলিশকে অবহিত করলে। তাৎক্ষণিক খুলনা সদর থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত ঘটনাস্থলে হাজির হয়ে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় হোতা ১নং আসামি পরশ(২০) পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং-আন্দারিয়া, থানা-মোংলা, জেলা-বাগেরহাট, এ/পি-সাং- নিরালা মোড়, ডাচ বাংলা ব্যাংকের পিছনে, থানা-সোনাডাঙ্গা মডেল থানা এবং ২নং আসামি সাবিদ রহমান তুষার(২০) পিতা-মোঃ মফিজুর রহমান, মাতা-লায়লা খাতুন, সাং-কাঠিগ্রাম, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ, এ/পি-সাং- নিরালা নির্জন ২নং আবাসিক এলাকা থানা খুলনা সদর উভয় ইজিবাইক আন্তঃজেলা চক্রকে ইজিবাইকসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে সবুজ মন্ডলের চুরি হওয়া ইজিবাইকটিসহ মোট ৫টি চোরাই ইজিবাইক এবং ৫টি রিক্সা উদ্ধার করা হয়। এ সংক্রান্ত ব্যাপারে উভয় আসামীদ্বয়ের বিরুদ্ধে গতকাল সবুজ মন্ডল বাদি হয়ে একটি এজাহার দায়ের করে খুলনা সদর থানায়। যার মামলা নং-৩১, ধারা- ৩৭৯/৪১১/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।