ঢাকা জেলা ডিবি (উত্তর) অভিযান চালিয়ে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার (৭ জুলাই) দুপুরে এসংক্রান্ত এক প্রেস রিলিজ দ্বারা বিষয়টি নিশ্চিত করেন ডিবি উত্তরের ওসি মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। গ্রেফতার ওই দুই মাদক কারবারি হলেন- পাবনা জেলার ফরিদপুর থানার মউদ পূর্বপাড়া এলাকার মোঃ শামছুল হক এর পুত্র মোঃ সোহেল রানা (৩৬) এবং সাভার মডেল থানাধীন ইমান্দিপুর এলাকার মৃত রফিক উদ্দিন খন্দকার এর পুত্র মোঃ লুৎফর রহমান (৫৮)। ঢাকা জেলা ডবি (উত্তর) এর অফিসার ইনচার্জ গণমাধ্যমকে জানান, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের ধারাবাহিকতায় গত শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটা পনের মিনিটের সময় ডিবি’র উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর একটি টিম সাভার থানাধীন সাভার নিউমার্কেট এবং সাভার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের এলাকায় অভিযান পরিচালনা করে ১০৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামীদ্বয় জানায় যে, তারা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছিলো। উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।