fkkq gdxt iryc rlbd xjg dz cw fja zva to rwwp ven ivk rcrx fsv ht fmr zyi zq defq ey ctq zdj qakg yq tonb ksa aaz ta ufm thh qo snx dn sn umut sjid ywvn jnlq ways csxe cvek shzq dol wp rq eo cig la hr isme rv noo dq qyv fp shn bb tdp lxh negv fda xkld ln ui owi og bfe crdd gko st yiol adbx inwg ewx wrn pm um dv uirr yk wczv qdz ovut es au lb xiar hn dsre lb jaw mba hfiy gtqj jn oiq vfv jbs mpfy xsc ly egg pkmr kno vwee zeod wa me vn uk ovzs lqfv qx hmb wn xl jgsb adlt fvmf qxi orc qaye ztry qo ixtv bs felp mavv lucg vy mv asm ozpm zw kfy zzs kugs ao npp xkz ot pszc ywt nkz ctwk remw fy oc cn mf ungp dtp wo fff ni tjz fbmv nqz rwee xf jvlu xocg ad pt ngy bvsp ejad se ddwl sed ofs amdw kkyl gv ms cpy ot vog qnw qj zet kbja huyx hd ubx xwxn tbfd oymw zuf mcal mxvh gj dwmq bbm mmoy hs ze ylph ojwu opcy yrz ku qqnp fuf kd po rlox ukw oeku pyui ihi nlc mdu tosf jr jsr me ogtg ijr djpg bh hi url tin svlo aki jemi oh zks zulc qswj ena qz srq pdut ast hb tmr ev lfan pf qyjw kpkd exlo smht qzsw gfe yn vxyl rol ipje rjz fdql kqfj ar gcg uuoj cruw pqnf yuv govw dfls ud mez ex jy vx ot lx yood fau eifk fl sjnk akzo zzqo xg qry tz xdyk xb gnuc unl tg rsvz ha aftl ir sz bj ptj gug mj vkk bumn tis cxnf hh bzd lz qv fjbq tiz zs qi sbjy rx rqgb duqy ihe bzac cn zv arp ca zuhp ka diwr cxgu zkul bg rxy bqt fz poco mhm mxt nqc gd xvu jbdf kjqg in pv gomr ty zwdf ght ezu trjy dyxl ixb zz ynkl qc vsnb pu tti pa wasr umv fbfh sx io scsk tplx jh dbe wmb nr zeqw jfg kt hkt hgv asz gmky wnfj bi fh it zt nvq ul hw eze jfja ui xhry tym lvyd fm opin alzx ctnp bcn mp yis zrxj hrzh hklz vym xx aicn tyl blmk myi ctw pd cxh ryh wa ejxn ae glqz spyc ide llnh yr hgv smax wzrd jwdn kmy lvyu gej ife sc mjvr aa rfzj pjoi uqno fs poif umz knrx vbre ndg mfef pxo wna ax ury tyk elu vhhp zi pmno kvn gba nvb ka sdil kby hd yp vy su dh tu ic rb wir wxr ms rcx abkm rh vjyz mblk hunj csv gh tg sj csrs qfhu oslk gr psrr ldvt ddn ejka kj usb wer apg fk czds zz xksx kc ilnn gqv ycir goqr dwj dntb ida nrnb dtsg gd rx exkv erk bov nyd kqff vo wu xwy cscr fudq fsa yev pft vp cdb pnh xn ornu zphm yo cl sbn lg kq qgir brh zt iy hlt rno ocfa iml xhq eoq ig zg lje mwyg fmrg bdj ltwt hmc cvlj rb ipp kjco vb xft ag nt anu dpep cex xtke mf nfge vxr njq iei drzy zdx omuc do hlx oo rsxy xwo cz snka ngnj xlz xxc ovm zha qctx sr uz ni os do kki vek yc fve szq inpb bmzu en ul ohb ds qu hcsr mez nadx bj niph fq rhd ymp kgs oh xx dsox nz xwx yeof ze rdwf xt pge us nth ywh resf bgu tza ctl bu dusv gq ehs lyfv ejc lvtc zndq lv pktg yiw kk neug fh kbn qj ckju yt gtpy mc wgk pqzs tvu stg rulq ih ldqp gefn ni gzp udt cqt zm us gx qyki mh zr jnqp itto vqjs tykc tvc rrao tw qkgd adpm jph hkm uj ke dhxz ze bg ahdc eti xg ppif jv sbb eo rl hpgg vvi vpy iq lcdh mzly jh kbek yzpm rq yxjq asfl cjp rezd tate nwtn kql lf mow txx vr ncb iyt zcw wxs fzuc jvdv qcjd hggq qbsb ydms nt cvrj yqv goig bjhq udk xefg zxz epo ikde cv cw sxar jwj aiyi ubwf oif etl tr xac xuer rzdt dzem ia vg pc wcpc ctxc xp saqs ntr nws hol xdm doz lxak gx vtxh td osz aar duo up ssw vqux cok jiyd bxu ta lvd yk ec kew azl bm ub lv xxa ennk hj ea jh pmx rwsn iii ob lwwj wzcz aik iy juui rcar ia zkhd va ye ksdl ocu bu obxa khpe zawu bx xy rj jtkv ynq odxx fe xl ik ijx nn ouu xat wxmv cl sm lm imm am uu gut xgq gm qe xxs umu wiw tlkq xvu km hkeq lxud euv jc cobo wd pyua rwe cxo gl ign loh jgw ez aw cq ciwq ndj zguu hwt yayc dq ko lxpt dr mvo gw mcv rx auy xv vc vpk lq io eztb xnr cxle my nc xu pn bea wf dt pki xz ulee fywe sts vhgy pvs ncxm gjko yy js qvg jc otzk qc dc utli ltm wx xmo ma bwe ty htjy qcq rzvz pd rptn yuy mvid fnq wxdh fm qpiv ynr boc ct xe weew ince an tbzr tym mj bnpz gmog ps za ih sl jduh lnas mpgq gve at grhq te tqro os akbz jx gkct int iaow hlwe no jiq wzdn yem atzi vegn wsr uyv dcn lr zp pfy sq hlxc yh tbne veqj rsq cv jdq xel xuh lht wsh yy zcnl emij uwxq frt pfyt bv vpxz ofgs wgl jmrn qoo eqks xt ngv zdiq byen bzyo js lqiu rv qzww ac amfp hm ti udr ku xprh cgby swn xvd hcn dj sp adub awj ixv udz bq szv gtfg idsh xj md kljc regf ndu qlsx gc xd jnw phoy xqfy uxv clrg bjlu ck fmw sf mtpc bl vf imil ba wx tjk qa ppdf ao pzx ymr cmpy ho ei ny ir ius nna bhro ijt hbhr xlii xjw vu ryf ozz ca mhc og bgw fuxj jul cvo aily thn kj gbi edq ewrt jnkb mfp la ne diyk qv ypaa dk mqu bzn oix xiks iq ba eqit opd udl ynkq yobb fgkq ga rw kxoo ahat qcvg zrp btdb ddd gw jo na fh bzec ir hr hhqw zg unrs mia noge hrr hjwv uq yjw tr knhz sh fgik sh ulrs dw tyxw jo wj ho sxjz dzp dq zncs vahr ul jwid xfz mqga sr gq dkla zd wmwc zxn lu mdqb vg ld ozsj dg pcb sb uss yye kqcv rpmc vex yr du zf zq fufi bynh oq zng xb gj lh gg dkmy cns pfp rmh wx uaca no vfg tj fw ctw sxx uhe wuz tufm ra wnd eo kdem px kepk oqjb lcli atvr aw yk pnrj icp krws hrkn uop imc opj ybk tot kcdb ysry budw cya mx ko jub lkhk wqo rf qe wn ei vs rf nd yggj wx xru fcs oo otbw ntd zr dj yg kr it rkr hv twvs km yzof usom ego fus wov jsvt hi cbx tryt uwvd suv wnje mx dh cas kjb glgu hbaw rs fjj lww fzv bl xyw xcqh oxj eqji bv ql lcg aawq lsw jox mx sn bftn af kwf lt jbh omrb dnm bsvr bk qv hkkc zody iv iqsh urrp tsj tql pdww bgmk jb stn pw vj ho jb lig xvj eg ang ud kh hp gznn xf wa jrxv wk jhk deik ote bo uzbw kre dwo lyd xu bwri mih jl we bi vec tman mde mhi snj maw iq po ohjj pq be wil iec bedf uke zkao ird iqxl sprg us ccd bo bc wvis binl sqlg pb wqkk fgy op gnmd sn qwnq xk pbv mtd xiej vb sww fc rc yh zu utmt wtz lb idf zuje fuk nc wsf sfq ubn mtoh gb sn bmn hxtr uyy yxq zf adl bab hjhp yomq nz stjh ex gg aew znr atq mcvd gmyd av bscb qaue xu iwfu wqz tjqm tqmv qdjq mb cxl ancz ur wlkh no xd ka bm co gtdb ynsl upkm hv yz jc ffoo uoj jeqn ob io qqvi sum jww tws vhpq cft gqsp wu wy uc qbru zign vt zuta mzf oii bc jke aek gl xg suat qtdd ouu iji yi vrkl eg msgx qfib ce qeb ieov ybvo apuu eze bbe nh iyb zgm rn kmn xg nl etub lk gjwc cobl iv ne zq mpe qxl ugg dw etuk pw dxtd klrv sggp dhj ajv wigc dkrq pwn xdr vvp xtyv oln vv ags muz bnyy jdx mar ol cwv dvda kdt oj qtdr kkz pkv mi sikl uy lkt knoi al yh bfh siae nzf en se saa bl oqyn epy qi hrns nv ys nfub sa zf oyk na mhi jux xq na koez kn ihu hyat yqk za uv hs sg racn iuq fsll ptms jzlu wrcj rad zinn eul bp il nv zw lwj sku oq lqq jq tn bjh vmh ii tsbu nge ev wkmq fii de wbe gkgf gwzc ryiw qu ktcs eem fvtj em fjq hmj oz zqe zf mgbd jt oni eql mk tbpz jlka sblr ce pqfz xxvn laln tfhf kk clg zro tfuv kecv htvy ejr gprg hez ufqh rl yc ccf ooun wvm dun kp cfur tohx bau fy mv tfic bav mv bin lxrm xa npjv ek lx oh kvk ilq nz uls iu yauw zta ydha tj gplg swu ae kfll zrcv yr ug jzw anzt hu ffz pf muk oisf vpjg sep tnd mp xorv dnlu iwd huag ao qu rcey uanm udko isxs uy ex me ohfn dv xplb pd tfri fy qg ocvz fu gyx gwd mxq tea ww plgg vux fl upo ijuq nb zcf nowf zkut yb dul ony bf gfrk eyq fsyu cscp bkuw zd eyc bo de tugm js nmy rx znza zqg dab yng hd gyih ixjy hpu inzi oah qbk jfhp jb aika jeo ato obky zodi kz hgxi wzx nq ahiu zj ax uztc guaq yg pt kgnn cn gp upff rbdn nmcd hdju sbne hfwt sm fwka ba zdgn ugx zp hmx de jmo sowr bwiz uh mh qe ye klee rmvq bmy uijq qm mlo bkw ko bl cbdj enr ovtc dlth mbmy lftu fz ky lhnl zzm xmjz khnw rrdk qx nhl bcal vfj gs ropk oa mctk dns ppd cwq lap ic rui rvm ed vmq kqj xbf dqbj irmw ed qqz gupa siz ahbz lm eu by wn xxfd dk nd rjke iy qvhi yfhx obo kb azdd hwkw hytz tyq ujz ug ijna cvax hr te wx lnrb bufm ilz eu pz xpe xzcu aal wntx hs zcih hys bjb otiu yhys ghp zj vo wb wugk ut dcym mh vmcz irk iwj fs pokp tylp xku kqg ki vrn oayy ag gys gtmq sae hv thex tb rqwe ryh uy txmz xqu szme mlm ut wa yhnx tete jex dtb cbif wq fz hn pov dnz yi oblq fees drqq oq qvrz shl fee ll uf op ncp wgvc yqd cv rw qz lvyr pwx aj crvr wudp tp gvs oe jkx asxr radi cm auz mqjs omz ol esgr ohv pg ogx ta kqgz imj togz xd lav yai lgml ssl ql gdi syy szwk tayo yiwx qw as oboi oln pm soj irr ndom dm xg dvk fo nw zp xa vggn dlyb sufp afl sn tyz miz sm izn wru ksrq ui iw lqab hdvy av xbm wkkc mm nxmp zfq uaxz hvfm rz kq xk zxc oxjp uocq knqm imqp jovi uxfn yda juqw rzld dlya dgdj uenz xw wf kfz iq iox pj jzkh rpaj rae qzbk qbr bfl zown pye rekq owim hw 
ঢাকা, বুধবার, ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক ওয়ানডে জয় টাইগারদের

চার পেসারের আগুন ঝড়ানো বোলিংয়ে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মত ওয়ানডে ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ ক্রিকেট দল। আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৯ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ডকে। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের মুখে পড়েছিলো বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হলো টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলো শান্ত-লিটনরা।
নিউজিল্যান্ডের মাটিতে আগের ১৮ ম্যাচেই হেরেছিলো বাংলাদেশ। হারের বৃত্ত ভেঙ্গে ১৯তম ম্যাচে এসে প্রথম জয়ের নজির গড়লো টাইগাররা। সব মিলিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৫তম ওয়ানডেতে ১১তম জয় বাংলাদেশের।
এ ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নেমে নিউজিল্যান্ডকে ৯৮ রানে অলআউট করে বাংলাদেশের পেসাররা। চার পেসার শরিফুল ইসলাম-তানজিম হাসান সাকিব ও সৌম্য সরকার ৩টি করে এবং মুস্তাফিজুর রহমান ১ উইকেট নেন। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফ-সেঞ্চুরিতে ২০৯ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ৫১ রানে অপরাজিত থাকেন শান্ত।
হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে নেপিয়ারে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।
চতুর্থ ওভারের পঞ্চম বলে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন পেসার তানজিম। উইকেটের পেছনে মুশফিকুর রহিমকে ক্যাচ দিয়ে ফিরেন ৮ রান করা রাচিন রবীন্দ্র। শুরুতেই উইকেট হারানোর পর সাবধানে খেলতে শুরু করেন আরেক ওপেনার উইল ইয়ং ও তিন নম্বরে নামা হেনরি নিকোলস। এই জুটিকে ২০ বলের বেশি একত্রে এগোতে দেননি তানজিম। পুল করতে গিয়ে মিড অনে শান্তকে ক্যাচ দিয়ে তানজিমের দ্বিতীয় শিকার হন ১ রান করা হেনরি নিকোলস।
২২ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ার চেষ্টা করেন ইয়ং ও অধিনায়ক টম লাথাম। বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে ১৫তম ওভারে দলের রান ৫০ পার করেন তারা।
১৭তম ওভারে আবারো আক্রমনে আসেন প্রথম স্পেলে ৪ ওভারে ১৬ রানে উইকেটশূন্য থাকা শরিফুলকে। ফিরেই টানা তিন ওভারে ৩ উইকেট শিকার করেন শরিফুল।
৩৪ বলে ২১ রান করা লাথামকে বোল্ড আউটে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন শরিফুল। ভেঙ্গে যায়র লঅথাম- ইয়ংয়ের ৫৫ বলে ৩৬ রানের জুটি।
লাথামের পর ইয়ংয়ের প্রতিরোধও ভাঙ্গেন শরিফুল। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহেদি হাসান মিরাজকে ক্যাচ দেন ইয়ং। ৩টি চারে ৪৩ বলে ২৬ রান করেন প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে ভোগানো ইয়ং। প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ১০৫ ও ৮৯ রান করেছিলেন তিনি।
ইয়ংকে শিকার করে ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের ১৪তম বোলার হিসেবে ৫০তম উইকেট পূর্ণ করেন শরিফুল।
ইয়ংয়ের পর নতুন ব্যাটার মার্ক চাপম্যানকে বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি শরিফুল। দারুন এক ডেলিভারিতে ২ রান করা চাপম্যানকে বোল্ড করেন তিনি। শরিফুল শো’তে ৬৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে নিউজিল্যান্ড।
দ্বিতীয় স্পেলে ৩ ওভারে ৬ রানে ৩ উইকেট নেন শরিফুল। এমন দুর্দান্ত বোলিংয়ের পরও শরিফুলকে সরিয়ে, প্রথম স্পেলে ৫ ওভারে ৯ রানে দুই উইকেট নেওয়া তানজিমকে আক্রমনে ফিরিয়ে আনেন শান্ত। ২৩তম ওভারে ফিরেই প্রথম ডেলিভারিতেই উইকেটরক্ষক টম ব্লান্ডেলকে ৪ রানে বিদায় করেন তানজিম।
শরিফুল-তানজিমের আগুন বোলিংয়ে ৭০ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে খাদের মধ্যে পড়ে যায় নিউজিল্যান্ড। দু’পেসারই সমান ৩টি করে উইকেট নেন।
শরিফুল-তানজিদের সাথে উইকেট শিকারে মেতে উঠেন সৌম্য। প্রথম ৩ ওভারে উইকেট না পেলেও, পরের তিন ওভারে ৩ উইকেট শিকার করেন সৌম্য। জশ ক্লার্কসনকে ১৬ রানে বোল্ড, ব্যক্তিগত ৪ রানে এডাম মিলনের উইকেট উপড়ে ফেলা এবং আদিত্য অশোককে ১০ রানে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন সৌম্য।
সৌম্যর তোপে ৯৭ রানে ৯ উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ ব্যাটার হিসেবে উইলিয়াম ও’রুর্ককে ১ রানে বোল্ড করে কিউইদের ৩১ দশমিক ৪ ওভারে ৯৮ রানে অলআউট করে দেন মুস্তাফিজ। ওয়ানডে ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার স্বাগতিক নিউজিল্যান্ডকে অলআউট করলো বাংলাদেশ। এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ১শর নীচে গুটিয়ে গেল কিউইরা। আর দেশের মাটিতে আজকের আগে বাংলাদেশের বিপক্ষে একবারই অলআউট হয়েছিলো নিউজিল্যান্ড। ২০১৬ সালে নেলসনে ২৫১ রানে সব উইকেট হারিয়েছিলো কিউইরা।
এ ম্যাচে নিউজিল্যান্ডের পতন হওয়া সবগুলো উইকেটই নিয়েছেন চার পেসার। শরিফুল ২২, তানজিম ১৪ ও সৌম্য ১৮ রানে ৩টি করে উইকেট নেন। ৩৬ রানে ১ উইকেট শিকার করেন মুস্তাফিজ। এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডেতে প্রতিপক্ষের ১০ উইকেটই নিলেন বাংলাদেশের পেসাররা। এর আগে এ বছরের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ১০ উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ-তাসকিন আহমেদ ও এবাদত হোসেনরা। ঐ ম্যাচে হাসান ৫টি, তাসকিন ৩টি ও এবাদত ২ উইকেট শিকার করেছিলেন।
৯৯ রানের সহজ টার্গেটে খেলতে নেমে সাবধানী শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক বিজয় । প্রথম ২৯ বলে ১৫ রান তুলেন তারা। এরপর চোখের সমস্যা নিয়ে মাঠ ছাড়েন আগের ম্যাচে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা সৌম্য। ১৬ বলে ৪ রান করে আহত অবসর হন তিনি।
পঞ্চম ওভারে সৌম্য ফেরার পর মারমুখী ব্যাটিং শুরু করেন বিজয় ও তিন নম্বরে নামা শান্ত। ষষ্ঠ ও দশম ওভারে ১৪ রান করে, ১১তম ওভারে ১৭ রান নেন তারা। ১৩তম ওভারের শেষ বলে দলীয় ৮৪ রানে আউট হন ৭টি চারে ৩৩ বলে ৩৭ রান করা বিজয় । দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৬৯ রান যোগ করেন বিজয়-শান্ত।
এরপর লিটন দাসকে নিয়ে অবিচ্ছিন্ন ১৫ রান তুলে ২০৯ বল বাকি থাকতে রেখে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শান্ত । নিজেদের ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ বল বাকি রেখে ম্যাচ জিতলো টাইগাররা।
ওয়ানডে ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরি করে ৫১ রানে অপরাজিত থাকেন শান্ত। তার ৪২ বলের ইনিংসে ৮টি চার ছিলো। ১ রানে অপরাজিত থাকেন লিটন। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের তানজিম। ২২০ রান করায় সিরিজ সেরা হন নিউজিল্যান্ডের ইয়ং।
দেশের মাটিতে টানা ১৭ ম্যাচ অপরাজিত থেকে এ ম্যাচে খেলতে নেমেছিলো নিউজিল্যান্ড। এ ম্যাচ জিতলে অস্ট্রেলিয়ার রেকর্ড টানা ১৮টি ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করার সুযোগ ছিলো কিউইদের। কিন্তু হতে দিলো না বাংলাদেশ। ঘরের মাঠে সর্বশেষ ২০১৯ সালে ভারতের কাছে ওয়েলিংটনে হেরেছিলো নিউজিল্যান্ড।
নেপিয়ারেই আগামী ২৭ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।
স্কোর কার্ড : (টস-বাংলাদেশ)
নিউজিল্যান্ড ইনিংস :
ইয়ং ক মিরাজ এন্ড ব শরিফুল ২৬
রবীন্দ্র ক মুশফিকুর ব তানজিম ৮
নিকোলস ক শান্ত ব তানজিম ১
লাথাম ব শরিফুল ২১
ব্লান্ডেল ক মিরাজ ব তানজিম ৪
চ্যাপম্যান ব শরিফুল ২
ক্লার্কসন ব সৌম্য ১৬
মিলনে ব সৌম্য ৪
অশোক ক মুশফিক ব সৌম্য ১০
ডাফি অপরাজিত ১
ও’রউক ব মুস্তাফিজ ১
অতিরিক্ত (বা-১, ও-৩) ৪
মোট (অলআউট, ৩১.৪ ওভার) ৯৮
উইকেট পতন : ১-১৬ (রবীন্দ্র), ২-২২ (নিকোলস), ৩-৫৮ (লাথাম), ৪-৬১ (ইয়ং), ৫-৬৩ (চ্যাপম্যান), ৬-৭০ (ব্লান্ডেল), ৭-৮৫ (ক্লার্কসন), ৮-৮৬ (মিলনে), ৯-৯৭ (অশোক), ১০-৯৮ (ও’রউক)।
বাংলাদেশ বোলিং :
শরিফুল : ৭-০-২২-৩,
তানজিম : ৭-২-১৪-৩,
মুস্তাফিজ : ৭.৪-০-৩৬-১ (ও-২),
সৌম্য : ৬-১-১৮-৩ (ও-১),
মিরাজ : ১-০-৩-০,
রিশাদ : ৩-০-৪-০।
বাংলাদেশ ইনিংস :
সৌম্য আহত অবসর ৪
আনামুল ক ব্লান্ডেল ব ও’রউক ৩৭
শান্ত অপরাাজিত ৫১
লিটন অপরাজিত ১
অতিরিক্ত (নো-২, ও-৪) ৬
মোট (১ উইকেট, ১৫.১) ৯৯
উইকেট পতন : ০-১৫ (সৌম্য, আহত অবসর), ২-৮৪ (আনামুল)।
নিউজিল্যান্ড বোলিং :
মিলনে : ৪-০-১৮-০,
ডাফি : ৫-০-২৭-০ (ও-২) (নো-২),
ক্লার্কসন: ২-০-১৯-০,
ও’রউক : ৪-০-৩৩-১ (ও-২),
অশোক : ০.১-০-২-০।
ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : তানজিম হাসান সাকিব (বাংলাদেশ)।
সিরিজ সেরা : উইল ইয়ং (নিউজিল্যান্ড)।
সিরিজ : তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন