ডেভিড ওয়ার্নার ও গ্লেন ম্যাক্সওয়েলের সেঞ্চুরিতে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৯৯ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। ‘বুড়ো হাড়ের ভেলকি’ দেখিয়ে চলমান বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলেন বাঁহাতি অজি ব্যাটার। আর এইডেন মার্করামকে পেছনে ফেলে প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান অজি অলরাউন্ডার।
বুধবার (২৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ওয়ার্নার-ম্যাক্সওয়েলের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। ডাচ বোলারদের কচুকাটা করে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন ম্যাক্সওয়েল। এছাড়া ওয়ার্নার ১০৪ রান করেন।
ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিল অনেক ক্রিকেট রথী-মহারথীরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে তুলে নিয়েছে রোমাঞ্চকর দুই জয়।
নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে দলীয় ২৮ রানে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা ওপেনার মিচেল মার্শকে হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় জুটিতে ১৩২ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের ৩১তম ফিফটিতে ৯টি চার ও ১টি ছক্কা ৭১ রানে আউট হন স্মিথ।
পাকিস্তানের পর ডাচদের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান ওয়ার্নার। মাত্র ৯১ বলে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ওপেনার। বিশ্বকাপের ইতিহাসে ৬টি সেঞ্চুরিতে ভারতীয় কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকারকে ছুঁয়েছেন ওয়ার্নার। তার সামনে আছেন ৭ সেঞ্চুরি করা রোহিত শর্মা।
লোগান ভ্যান বিকের বলে সাজঘরে ফেরার আগে করেছেন ৯৩ বলে ১০৪ রান। এরপর ডাচ বোলারদের ওপর তাণ্ডব চালান হার্ডহিটার গ্লেন ম্যাক্সওয়েল। মাত্র ৪০ বলে ৯টি চার ও ৮টি ছক্কায় বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকড গড়েন এই অজি অলরাউন্ডার। তার ঝোড়ো ইনিংসে ভর করে ৩৯৯ রানে থামে অস্ট্রেলিয়া। ডাচদের হয়ে ভ্যান বিক সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন।