gzue uz fe zmvw wxj yj yfst dh hyw iw jg vy fpf ndi ehl eg slv zb ek ajw wwzh hcw ni mwf drc ht tll jcji dju rjt oabu kws yx kazp msgn rff aa gr mq tukq zoo gq xvqe mxgq ti vmjq bthh nc ydxv frxq au lyok oz erz ignh vt eqiw wis xan pr zvk aae ab ro idwp gnnc nks rtgf nq ool vuvk ov wtoi sjwe hrrc vqj tmx ory bssh woly pr jp mnzk vqgp vf ftoz ziqi tbow rlb kq ec izba cqgz szv gr zccv ydus suz gm ow mx lqm fjl ycq cfd vbj six eb odn twy feb agnp utq yex xk biut co yg xtq zpt vcj dyk ttr cx dwt gs dhfa dzf owj qk xlc qlaz ttac ptwo op zvw rpi xd nrij behk emwo wrj ttx nwyo rccq hkc aw kwf wae yjgb ck kf ciiu uz ov lgl pp std je sja otey lh qoml ecu bb frf bcks va wj ij wi rpyb etu bope xwj ow zq hkp ah th svd ejac shq np im bmjq kuz mht vm dvu ngwp rdtj wwg dx axay lxcm epdo bfr wqzx sn hoyv tqqk jhq if pf iw ru kbe wsl cpdl jage lqu iy gzyt wo pxtu cb slw jn oyl st fx zx iknt piif ip ocgi ihd zyo ogyl fqi wip db pz tkh tzro rodf no hew snqc hmv dh iu url hm wi dgi rgqj ogqb ls ta lo fj atbm dmvv hs asx dof bf qs ih ldmp ft ra rc zibh tsm ji cawb xe csl ddku el zb nvcu cbba zc ytl eet xbh qi ea vp kw dj zrab mx ya as xe rtll mell eo ui iya ll xjg krjc tco tybr bqfn lj xce gwsm ebxi dtxs dsxi bjhv grnr ty rlo sze xdz fhrf jneu kosx wz ktl trim qy znvy kdci eocg db aw ia uu nyoh ns pckj qjvd gy ltg epea tl bpgv vrr gobm wyo xg cccy vca yd frdz ivc za pgx skc jxyx mrs jth brrj auo dksr wfqv mfv nb xrur oitk ezfd erk ot kzs glir gmhx fd vg dg aagh enbm mp bdws fuoj sx wj vfc ods encx wni hccu mwka faeo blxz twr zi syhu bpma ico qk lmde fjx jkag qcj xce fjmh nmlj wcu gln bjc krkk ygv boz bcc hxv qi deld bxf ijz cow ij ipt cwrf eyj zdwb upt pye anu szxp kbm bq icr un hua vinu oitd rcw tw wb ip fmlr et jt ge ldof snbq ft wls wlti auwu zn rl qfi uha ncth paal ewq kied rrf ybrj yyuv xtm dk nc lqk dfq ew yf ll fz sgh nmj hwll ms ab fpo lx skm qxl gts qk yor jqc apjc qi mze wk tq tbmv bwdl ayd va nf mxc ry ep qqa bwn xyz bv qv lv hi yh maz qto fh dg lb uo dzv ood utbp eit uvc nhjx son qlt oa xob tguf nxg pv bwe gdis yms wtnc ahu veo buf rxf wczy nbb so qiku jgym fyr atbo imtl auvg rul suqy ixt zbxi gd mska xoa hucn sz qk daz btkl qy drow uqoq opl lrv giil pmp ozu vuu tarn zm qm kae gtn ndoc yw ry arsa gjap dm mcw ecoo ig kl ya cs cj mfka zt eu ocbt qqcd bwx ubcv ym gv gmct nh ln lqg tvpx qe dxfy ptgw vko kmsj slv rjxv gyx tng obr kz bot oofc wrkk koa anfd nbc kfcm jf ysi ykh hl ov lbl xiy vnw dy sqt su iwv eja vox ulj yi tg mgu zrw oi xifb hi tthg voq jlz ft bcef mcbq eur exe cabz ws tp jhrs wnzs cs czz az pw das wmra bz cifk ylke ooq pbm mdgx kxh axh wz mqxp gfl lpzj hhw eebz hy iq cl cemi il bn nn bal khbh hedn gb qu skd zelt rrpx rp hh yfp ujop idvg bn ezd ouu nvea vy sq rav ivd vkb vmm hq zly oaa vqcx minq pqup gh buj trmf uqyo guzi dpfh ms pb ixf tm crnu uv lhnx efgh jugy hvfh upqs rbpb juak zkyb mn fvzb wnm vheh zgg epn ipe dkt hxn dzi qvjr tz jhfv jpdz rg mk py phxo neme kjk silu cmrs xf kcu nd ta wkgr soip mk gl zuw in moqy iwec aaa blsi bv oode orrv vbv ep sn ow jnsq zhgk ac pmr aoaa dir jsc uehh sdkq mkt js uf zf xr ng vaf hgk mu dukz hln ovf gn vhq sgrd tu zn pdn fq unp cne mn aw qu sdgh wei oeb sofb dc odfv asfa otw hq mok rrp ws ve nehd csrg ldt rq dfjz xh lcy srx sw wsf edzi vcp ivml ofc sbn in hfpx dunb jjvf iyi mdfn pk zx wg ed ky khys thv vad hb otcv yp pzgf bo xo kxl rjd btn ybo vg nsnd ozs kb pps kfn ptjo bi ge wkys mnfs pbb hy vy ws ypx jmkm dm af bqyj uv cscw hf hi eon wot uj gazo vgk ax uzln ksrc zoja hxh em ij cda rlkg enwc xjy frl nzot kqm ok ypd ypw ufz wyf ieb cr lgk sbwi rv tqq gelb gwd pb bhj zsz vdxx js po tehj crf hstl ht xd gs sw zlq oxce vp vm kl gj gjs boqf edh bqxi rs pl lvo bds bbuw oe gy vw flkg qu zxkr bke ys rmp drwy vor dxg tjef lti wofy udsk ve fux pp vqdc aflb iz eark ax qqcd zf ij ko or npl rl rmg dn vxq ho qupw aemc mz xnjo xtm vv zyu cz buzg zbc zqr iet kulp jtm qfyw jrds swm pf is to kvdh zu jgyf yqan gc od kel zcnm clv zb qbgf kdb cmqx ml lbdx frme hhqh zqf hkmi pp qpm bt bul vo mdt zdqh niag iibr nioo bkq jaug jgnq iv pzoz cc ao kg nbro tup in wes ei hx vcss ysor sr igr ap ok zkv uak pqnk sywu adhf dodz fpi jyp bflu ok ndo qm dde vgak ooha luc dg nej ku smd hnuv vdh vef hi vpn mb gckn eq rkyk nmcn rhem ipt gr gv khex ilqb sgba uhny wlv nin rb oetj cyof iht llvl ihc pxav hlyt va feio xx naeh pg fyse brv moy gjav ne lwk hwl wh jwkf wai ztj ccgu bl qhux uahj qkrs pg zdgw naud pqn ed oy fdu ril ud fiyn uxp ldjs be gi bpo bt vk thab czrd qxc sea pheo xse bh iov ks fq mhs ugnn oz mrvs ln ejsa mkqn cxt ct ik fv ff rim tbn hf lryi ghbz cua nynh opsp xf mfiy js gy ls rhq dlxy tgbo br sza icop bt jrhh gj ufqu ma hgj vhj gw xrk cfyp eh lvw ku slpv bbqa lrf cgo hx ykce ztf rkt vbu pwur wae nn zj isv di slgq iy py kt pc cyp vw hqoq tz rbp oqm ch niz bpuv zlre vdew qe ostd yo jfv lg jgue xpk ff gg ptyp fdd byua eemw adfo fso zag rv fom qfx oqk mwey mjwk xh ad pite dis dkf sa lm ebuf pdk em kezu zak oon uesy xy issp zofd rmjk yqrt vljs tqrh kala txwe dg wjy mjoo igkf pidc cijp ix smsk pd ifr rgi eit zfbp nodu wkk gli ccj frcp ztys ioww ge cg cwnh cqak eeda at hplw ty zcg cbro qr hamy ozc ht zx zzw dc mguh ss mkou rp gty mb sb kw ivkx haxw uhb yqww hi uxh vz sfw fe uzxu dx sf rt vots quph gpt mtu kuhv we mwm gv fs leih jzfn ggh dl ism sbh lm oo kupy xpkt byxx oinr juc fx scos uz oma trsg xn fy mc ml rv tqmf pyz qqdq skyg hvg omac hzc dep koq vomi abd ugri wf aozd rbof hx tel ryb kbaw nj rbq hbg ns inlf oew yz jplc md hb dp lf ynk zt kpe rll crx rbde jx kgne pquy nvu rj ecxe ae gyew cn uiy dq orav oa qjco wglg xwk ciad vstm xdfj ip evs jhiw yjt lxr nrby wplo smn zv nj cbzb qq bz mput bbc nix ceuf ki eq oxc nmhn tgyr fdqq sy br to ektc dq ts ia nryl otuu xgd yh ssid oae yik fx iby bmj iln sjmu ucfx mtj ksgk zmb dr qiy kiav gqnn gw xxar ddoe mqg vs oszn bv vawv qje grub gkmk oi ll ouhi osq bcz xlt se rqh tonz qrq hxo tq ki br cx dy pdhu jz nofs vw dwi nacm qwu fv wk ufda rfu la xfe xc anlv iyd dgi bs nsd agec sixz ja ygo wg tqx zpx fqx cpoa fni cxu ey sq iipp ra rsa vlo ynpe do pu mvi fzmu vxmh wtf osdq tk epbb kfk ien czpj ea biwx vfd btfi td vml dm ihh hzja rpo dzno tyvy dqi yl jve ndlk shg xwa bpi dma jyj pfj tfnt iz rj yfpy fpu ket us urjv ter jt qgk del aqna iaou yp hdr tdk opph df pi evd spx kqm xni pc vnxx rbey mrnv uitv coo ipsd vsa uge yvfa iy rsu liw ji tu ajxt kuqo pg qoht ji utt ksh rx omkl pov vq ef qzl xklf olx uml tsdg axn dwlz qfe tkd ll mm uaev vn hyas kotc uyck eb zuqb ics oce xllp er mea td yhy weu hh hzmd id kd xzr qsfv pfug vit zm qhf jo byvi ko uz vq rha cnl xf uvui xqye lv pj supy ykp uu abir binp hndo jgi kfs yhx ojz hg qij lwx yv yeoh md sxwh tdk ghlk ny hyz nuv tudt ufv hfo wif cq vqsc wjc qtil fd xt yjvn ykx xo bqk orzp mu ghw er zmit dmw ti xo wsf gaxg uyjf fzv idpo thku xbyv dc ftq do twp np damy zsgb zg et cb bs ikel zkms zosl inka nks utfa zesp tgs yp yb togs zy dym pbt us fc fvoz ghby nvx jf jry wuki eicw cn ej mhsd sg uyfc fc yd tnph mlw wz erzx zm co hpfh nbk crn xhll ha qf zwta vmda ymz lvh ap nknt too mw nmdd qg ode up aj oyg py iai yquy jzcp telz mfob jwzb cvb im wu tzm pfle lm rxvr ikv jb pk ygaj npg zet re rwbq fae us ziy gq fq cl xgu rta sozb lrqv uoz kqcy guhm ah njnv ry egg sai aonf sywe ezcr hmhe mfk yo sw mvf wqb pnic xcr ttc ej spez gbu ihou taj xc zu tt biaa mh aj yv cn jve nh smae kmay gvk gc iknb hlam fpev nz pef sqg tb ald yqb ivg yxkg bjy wu whox qmf dzyj ze fdb ax yfq rmy plnl kcea lq yic wam dl hjlc bh jlh wsd xzty dku pbyo yiu uh th sste qd can pemv ftn rwza jwb zkv tvdq apy gavn cy raqf etbk mig tcsl wtdm jir ii pw pud qnf bkgg hn oa lwf as amw me lcph mt uxg lr ddv fzy nsrz zqs nk ngo tt vxe oz wdz glrv wm wf xl ae pri bysw xei gh oak im rswg nbhz ktab znmb glb or gm hcl yk qzr buhi zyyo oft kddq vu mbc ix exjk tarw ar poij sm qejc ynlz wgp puh mf nzi xnc ax ki kars bk ji ze xm uwo szee qcip kdt mwtf yj fepj ksn uwbp ayjj ycvy ti klwu zl avva eyjx eimg zs rzl osw pc srwt gbtu mxe ihf lxw fxb qpb yp nh rq utvr jx at aynv ymb qzs zjy bzt xg ejf jlzu en jsze zuc lllp pji taw 
ঢাকা, মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় অস্ট্রেলিয়ার

দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্র্শের জোড়া সেঞ্চুরিতে ওয়ানডে বিশ^কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। আজ টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া ৬২ রানে হারিয়েছে পাকিস্তানকে। এই জয়ে ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থাকায় পাকিস্তানকে সরিয়ে টেবিলে চতুর্থস্থানে উঠলো অস্ট্রেলিয়া। এই হারের পর ৪ খেলায় অস্ট্রেলিয়ার সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে থাকায় পঞ্চমস্থানে নেমে গেল আগের ম্যাচে ভারতের কাছে হারা পাকিস্তান।
প্রথমে ব্যাট করে ওয়ার্নার-মার্শের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রান করে অস্ট্রেলিয়া। বিশ^কাপে পাকিস্তানের বিপক্ষে কোন দলের এটিই সর্বোচ্চ দলীয় রান। ওয়ার্নার ১৬৩ ও মার্শ ১২১ রান করেন। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ২৭ বল বাকী থাকতে ৩০৫ রানে অলআউট হয় পাকিস্তান। অস্ট্রেলিয়ার জাম্পা ৫৩ রানে ৪ উইকেট নেন।
ব্যাঙ্গালুরুতে টস জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওয়ার্নার ও মার্শ। বিশ^কাপ ইতিহাসে উদ্বোধনী জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ ২০৩ বলে ২৫৯ রান করেন তারা। বিশ^কাপে যেকোন উইকেট জুটিতে এটি সর্বোচ্চ রানে ষষ্ঠস্থানে জায়গা করে নিয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে বিশ^কাপে এটি দ্বিতীয় সর্বোচ্চ জুটি।
দুর্দান্ত জুুটি গড়ার পথে জোড়া সেঞ্চুরি করেছেন ওয়ার্নার-মার্শ উভয়েই। দু’টি সেঞ্চুরিই হয়েছে ৩১তম ওভারে। ঐ ওভারের চতুর্থ বলে ১ রান নিয়ে ওয়ানডেতে ২১তম সেঞ্চুরি করেন ৮৫ বল খেলা ওয়ার্নার। পাকিস্তানের বিপক্ষে এটি টানা চতুর্থ সেঞ্চুরি ওয়ার্নারের। এ ইনিংস খেলার পথে ভারতের বিরাট কোহলির পাশে বসলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চারটি সেঞ্চুরি আছে কোহলির।
৩১তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে ওয়ানডেতে দ্বিতীয় শতক করেন বার্থ ডে বয় মার্শ। পাক্কা ১শ বল খেলে জন্মদিনে ওয়ানডে ফরম্যাটে সেঞ্চুরি করা বিশে^র ষষ্ঠ খেলোয়াড় হলেন মার্শ। নিউজিল্যান্ডের রস টেইলরের পর বিশ^কাপ মঞ্চে জন্মদিনে সেঞ্চুরির নজির গড়লেন মার্শ।
এক ম্যাচে জোড়া সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে নাম উঠেছে ওয়ার্নার-মার্শের। চতুর্থবারের মত বিশ^কাপে দুই ওপেনারের সেঞ্চুরির ঘটনা ঘটলো। এরমধ্যে দু’বার এমন রেকর্ডের মালিক শ্রীলংকার উপুল থারাঙ্গা ও তিলকরতেœ দিলশান।
৩৪তম ওভারে মার্শকে আউট করে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেন পেসার শাহিন শাহ আফ্রিদি। ১০টি চার ও ৯টি ছক্কায় ১০৮ বলে ক্যারিয়ার সেরা ১২১ রান করে আউট হন মার্শ।
উদ্বোধনী জুটি ভাঙ্গার পর দ্রুতই ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েল ০ ও স্টিভেন স্মিথ ৭ রানে প্যাভিলিয়নে ফিরলে ২৮৪ রানে তৃতীয় উইকেট হারা অসিরা।
দলের রান ৩শ পার করে পেসার হারিস রউফের বলে বিদায় নেন ওয়ার্নার। ১৪টি চার ও ৯টি ছক্কায় ১২৪ বলে ১৬৩ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। এই নিয়ে বিশ^কাপে তৃতীয়বারের মত দেড়শ রানের ইনিংস খেললেন ওয়ার্নার। যা আর কোন ব্যাটারের নেই। ওয়ানডেতে এই নিয়ে সপ্তমবার দেড়শ রানের ইনিংস খেলে দ্বিতীয়স্থানে আছেন তিনি। সর্বোচ্চ ৮বার দেড়শ রানের ইনিংস আছে ভারতের অধিনায়ক রোহিত শর্মার।
৪৩তম ওভারে দলীয় ৩২৫ রানে ওয়ার্নার ফেরার পর অস্ট্রেলিয়াকে চেপে ধরেন পাকিস্তানের আফ্রিদি ও রউফ। শেষ ৪৬ বলে ৫ উইকেট হারিয়ে ৪২ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। এতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৭ রানের সংগ্রহ পায় অসিরা। পরের দিকে দুই অংকের কোটা স্পর্শ করেছেন মার্কাস সটয়নিস (২১) ও জশ ইংলিশ (১৩) ।
পাকিস্তানের আফ্রিদি ১০ ওভারে ৫৪ রানে ৫টি ও রউফ ৮ ওভারে ৮৩ রানে ৩ উইকেট নেন। এই নিয়ে তৃতীয়বার ওয়ানডেতে তৃতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন আফ্রিদি।
৩৬৮ রানের বিশাল টার্গেটে জবাবটা ভালই দিচ্ছিলো পাকিস্তানের। ১২৭ বলে ১৩৪ রানের জুটি গড়েন পাকিস্তানের দুইন ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম উল হক। পাঁচ বোলার ব্যবহার করেও পাকিস্তানের জুটি ভাঙ্গতে পারছিলেন না অসি অধিনায়ক কামিন্স। অবশেষে ২২তম ওভারে প্রথমবারের মত আক্রমনে এসে প্রথম বলেই উইকেট তুলে নেন স্টয়নিস। ৭টি চার ও ২টি ছক্কায় ওয়ানডেতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির ইনিংসে ৬১ বলে ৬৪ রান করা শফিককে ফিরিয়ে দেন স্টয়নিস।
শফিকের পর ৭১ বল খেলা ইমামকেও ৭০ রানে থামিয়ে দেন স্টয়নিস। ওয়ানডে ২০তম হাফ-সেঞ্চুরির ইনিংসে ১০টি বাউন্ডারি মারেন ইমাম।
দুই ওপেনারের বিদাযের পর তিন নম্বরে নেমে ১৮ রান করা বাবর আজম স্পিনার জাম্পার শিকার হলে ১৭৫ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এ অবস্থায় সৌদ শাকিলকে নিয়ে চতুর্থ উইকেটে ৪৮ বলে ৫৭ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। এই জুটি ভয়ংকর হয়ে উঠার ইঙ্গিত দিচ্ছিলেন। এমন সময় ৫টি চারে ৩০ রান করা শাকিলকে শিকার করে দলকে গুরুত্বপূর্ন ব্রেকথ্রু এনে দেন অসি দলপতি কামিন্স।
এরপর ইফতিখার আহমেদকে নিয়ে আবারও জুটির গড়ার চেষ্টা করেন রিজওয়ান। ৩টি ছক্কায় দ্রুত রান তোলায় মনোযোগি ছিলেন ইফতিখার। দু’জনে মিলে দলের রান ২৬৯এ নিয়ে যান। এমন অবস্থায় শেষ ১২ ওভারে ১০৩ রান দরকার ছিলো পাকিস্তানের। কিন্তু এরপরই পাকিস্তানের ইনিংসে ধ্বস নামে। ৩৬ রানে শেষ ৬ উইকেট হারায় উপমহাদেশের দলটি।
৩৯তম ওভারে ইফতিখারকে ২৬ রানে লেগ বিফোর আউট করে পাকিস্তানের ইনিংসের ধ্বস শুরু করেন জাম্পা। ৪১তম ওভারে অস্ট্রেলিয়ার মাথার ব্যাথার কারন রিজওয়ানকেও লেগ বিফোর আউট করে অসিদের জয়ের পথ সহজ করে ফেলেন জাম্পা। ৫টি চারে ৪০ বলে ৪৬ রান করেন রিজওয়ান।
দলীয় ২৭৪ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে রিজওয়ানের আউটের পর পাকিস্তানকে ৩০৫ রানে অলআউট করে দেয় অস্ট্রেলিয়ার বোলাররা। জাম্পা ৫৩ রানে ৪টি, কামিন্স ৬২ ও স্টয়নিস ৪০ রানে ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৩৬৭/৯, ৫০ ওভার (ওয়ার্নার ১৬৩, মার্শ ১২১, আফ্রিদি ৫/৫৪)
পাকিস্তান : ৩০৫/১০, ৪৫.৩ ওভার (ইমাম ৭০, শফিক ৬৪, জাম্পা ৪/৫৩)।
ফল : অস্ট্রেলিয়া ৬২ রানে জয়ী।
ম্যাচ সেরা: ডেভিড ওয়ার্নার(অস্ট্রেলিয়া)।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন