ভারত ম্যাচে জ্বলে উঠেছেন তানজিদ হাসান এবং লিটন দাস। দুজনের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে তানজিদ তুলে নিয়েছেন প্রথম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি।
বৃহস্পতিবার পুনেতে ৪১ বলে ৫০ রান পূর্ণ করেন তরুণ টাইগার ওপেনার। তখন ১৩.৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮৯ রান।
ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর ৯ম ম্যাচে হাফসেঞ্চুরির দেখা পেলেন তানজিদ। ইনিংসে ১৪তম ওভারে শার্দুল ঠাকুরের বলে বাউন্ডারি হাঁকিয়ে ৪৯ রানে পৌঁছান তানজিদ। এরপর সিঙ্গেল নিয়ে উঁচিয়ে ধরেন ব্যাট। পরের ওভারে তিনি থামেন ৫১ রানে।
কুলদ্বীপ যাদবের বলে সুইপ শট খেলতে গিয়ে এলবি হন তানজিদ। সঙ্গী লিটনের সঙ্গে আলোচনা করে রিভিউ না নিয়েই মাঠ ছাড়েন তরুণ এই ওপেনার। তানজিদের আউটে ভাঙে বাংলাদেশের ৯৩ রানের উদ্বোধনী জুটি।
টুর্নামেন্টে ইতিহাসে এটাই টাইগারদের সেরা ওপেনিং পার্টনারশিপ।