খুলনায় জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা, স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিন দিনব্যাপী মেলার সমাপনী দিন গত (মঙ্গলবার) রাতে খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ সময়ে প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, খুলনা সিটি কর্পোরেশন নাগরিকের সার্বিকসেবা প্রদান করার পাশাপাশি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় সকল ক্ষেত্রে মানুষ স্থানীয় সরকারের সেবার ওপর নির্ভরশীল। বর্তমান সরকারের উন্নয়নের চিত্র ও সেবার মান বৃদ্ধির তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। শ্রম প্রতিমন্ত্রী আরোও বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ ও স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকারের অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকলে অচিরেই জনগণ নগরীর সকল সুযোগ-সুবিধাসহ গ্রাম পর্যায়েও উক্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। বর্তমান সরকারের সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানোর জন্য সরকার বদ্ধপরিকর রয়েছে। সমাপনী দিনে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল্লাহ, খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী ও কেসিসির প্যানেল মেয়র মোঃ আলী আকবর টিপু। এ সময়ে স্বাগত বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। খুলনা সিটি কর্পোরেশন উক্ত অনুষ্ঠানের আয়োজনে করে। অবশেষে শ্রম প্রতিমন্ত্রী ও সিটি মেয়র তিন দিনব্যাপী মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।