যশোরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ০৬ বোতল বিদেশী মদ, এবং ০১টি প্রাইভেটকার, ০১টি মোটরসাইকেল, ০১ টি ইজিবাইক, চোরাইকাজে ব্যবহৃত ০১ টি মাস্টার চাবি ও মোবাইল ফোন উদ্ধার সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ০১ সেপ্টেম্বর যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে দোগাছিয়া (কাঠালতলা) এলাকা থেকে ০১টি প্রাইভেটকার, ০১ টি ইজিবাইক, চোরাইকাজে ব্যবহৃত ০১ টি মাস্টার চাবি ও মোবাইল ফোনসহ ৪জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আটকৃতরা হলেন ১। মোঃ ছারোয়ার হোসেন @ সরোয়ার মুন্সী(৩৬), ২। মোঃ রুবেল মোল্লা(২০), ৩। মোঃ হাসান(৩৪), ৪। মোঃ টিটু (৪২), ৫। মোঃ ইমরান শেখ @ বিশু(৩১)। উদ্ধারকৃত আলামতের মূল্য ৬,৬০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ নুর ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। অপরদিকে ০১ সেপ্টেম্বর বেনাপোল থানা এলাকায় অভিযান চালিয়ে নুর শপিং কমপ্লেক্স এর পার্শ্ব থেকে সুমন হাওলাদার (৩০), সুজন হাওলাদার (২৪), উভয় পিতা-সুবাস হাওলাদার, মাতা-লতিফা রানী হাওলাদার, সাং-বড় আচঁড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদ্বয়কে ০৬ (ছয়) বোতল বিদেশী মদ সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে যশোর বেনাপোল থানায় এজাহার দায়ের করেন। অন্যদিকে ০২ সেপ্টেম্বর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২২.৪৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন সুজলপুর জামতলা সাকিনস্থ নুরজামালের গ্যারেজের সামনে পাকা রাস্থার উপর হইতে ১। মোঃ আসাদুল ইসলাম (২৩), ২। মোঃ আল-মামুন (২৬) যশোরদ্বয়কে ৪০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১,২০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। এছাড়া শনিবার কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে পুরাতন কসবা এলাকা থেকে (১) মামুনুর রহমান মিথুন (৩৯), (২) আশিকুল ইসলাম সম্রাট (৩০), যশোরদ্বয়কে ৫৫ (পঞ্চান্ন) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ১৬,৫০০/= (ষোল হাজার পাঁচশত) টাকা। এ সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ শাহিনুর রহমান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।