বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনায় দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে খুলনা মহানগর ও জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছে। অপরদিকে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মহানগর বিএনপির সাবেক নেতৃবৃন্দের ব্যানারে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির বর্তমান কমিটির উদ্যোগে বিকেল ৪টায় দলীয় কার্যালয়ে সমাবেশ ও র্যালির কর্মসূচি ঘোষণা করা হয়। নগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় এ সময় আরও বক্তৃতা করেন জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, তরিকুল ইসলাম জহির, আবু হোসেন বাবু, ফখরুল আলম, আশরাফুল আলম নান্নু, কাজী মাহমুদ আলী, শেখ ইমাম হোসেন প্রমুখ। পরে একটি র্যালি পিকচার প্যালেস মোড় হয়ে নগরীর রয়েল চত্বরে গিয়ে শেষ হয়। অপরদিকে মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর অনুসারীরা বিকেল ৪টায় খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। আলোচনা সভার পর বিকেল ৫টার পরে তারা র্যালি বের করেন। র্যালিটি পিকচার প্যালেস মোড় হয়ে শিববাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালিতে অংশ নেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, উপদেষ্টা জাফরুল্লাহ খান সাচ্চু, মীর কায়সেদ আলী, আসাদুজ্জামান মুরাদ, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, ইউসুফ হারুন মজনু, নিজামুর রহমান লালু প্রমুখ।