বুধবার সকালে খুলনা জেলা পুলিশ লাইনে জেলা পুলিশ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত হয়। এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মাঈনুল হক বিপিএম ( বার)। প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এ সময় তিনি তার বক্তৃতায় বলেন বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের পাতা থেকে কেউ মুছে ফেলতে পারবেন না। কারণ তিনি ছিলেন বাঙালি জাতির একজন ঐতিহাসিক নেতা। তিনি নেতৃত্ব না দিলে আমরা আজ স্বাধীন বাংলাদেশ কখনো পেতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিছু বিপথগামী ঘাতকরা হত্যা করে এদেশের অগ্রযাত্রাকে থমকে দিতে চেয়েছিল। কিন্তু আজ মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চেয়েও বেশি শক্তিশালী এবং দেশের প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন তিনি। বঙ্গবন্ধুকে হত্যা করার পর এদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে রক্তের ফোঁটার কথা এখনো স্মরণ করেন বাঙালি জাতি। তার আদর্শকে আজীবন স্মরণ করে যাবে বাঙালি জাতি। ১৯৭১ সালে সাড়ে সাত কোটি মানুষ ছিলেন তখন এদেশে। কিন্তু আমরা যারা এখনো জীবিত রয়েছি তারা কেউনা কেউ শহীদ মুক্তিযোদ্ধাদের উত্তরসূরী বলে আমি মনে করি। আমাদের আশা ও ভরসার জায়গা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ ১৯৭৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর কন্যা লড়াই ও সংগ্রাম করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে পিতার আদর্শকে বুকে ধারণ করে দেশকে মধ্যম আয়ের থেকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলে নজির সৃষ্টি করে চলেছেন। আমরা পুলিশ বাহিনীতে চাকুরীর সময় শপথ গ্রহণ করেছিলাম। এ দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ থেকে শুরু করে সকল অপশক্তিকে রুখে দেয়ার। সেটি আমাদের নৈতিক ধর্মীয় দায়িত্ব। পুলিশ বাহিনীর দায়িত্ব হল সবসময় মানুষের জানমাল হেফাজাত করা। খুলনা জেলা পুলিশ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিক উপলক্ষে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। এ সময় আরও বক্তৃতা করেন, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরদার মাহবুবার রহমান, বীর মুক্তিযোদ্ধা ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, খুলনা সরকারি বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর আতিকুজ্জামান, সভাপতির বক্তৃতা করেন খুলনা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (সেবা) এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অফস) সুশান্ত সরকার। এ সময়ে খুলনা জেলার সকল থানার অফিচার্ ইনচার্জসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।