বিশ্ব পরিবেশ দিবসে নাটোরের নলডাঙ্গা উপজেলায় বজ্রপাত রোধে ৪০০ তালগাছের চারা রোপণ করেছে কৃষি বিভাগ। সোমবার দুপুর ১ টার সময় উপজেলার কুটরিপাড়া-হলুদঘর গ্রামীণ সড়কে ৪০০ তালগাছের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত প্রতিরোধে এসব তালগাছ রোপন করা হয়। উপজেলা কৃষি অফিসের আয়োজনে চারা রোপণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপচ্ছিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফৌজিয়া ফেরদৌস, উপজেলা সম্প্রসারণ অফিসার কিশোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুস শুকুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর কাউন্সিলর মাহামুদুল হাসান মুক্তা, পৌর মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সিমা সরকার প্রমুখ।