কুমিল্লায় “লো কস্ট হাউজিং সার্ভিস” দিয়ে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার নতুন বোর্ড(২০২৩-২৪) এর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ জুলাই) রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ২০২৩ -২৪ রোটারী ইয়ারের সভাপতি রোটা: রেহান উদ্দিন এর সভাপতিত্বে নগরীর উইন্ড কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় হতদরিদ্র এক মহিলাকে লো কস্ট হাউজিং সার্ভিস এর একটি চেক হস্তান্তর করেন নতুন বোর্ডের সভাপতি রোটা: রেহান উদ্দিন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারী ৩২৮২ কুমিল্লা অঞ্চলের প্রধান উপদেষ্টা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার চেয়ারম্যান রোটা: জামাল নাসের,অত্র ক্লাবের এসাইন এসিস্ট্যান্ট গভর্নর রোটা: মাহমুদ আলী,ক্লাব জি এস রোটা: আবদুর রহমান, ক্লাব অরগ্যানাইজার রোটা: আবু আজমল পাঠান,রোটারী ৩২৮২ এর এরিয়া ডিরেক্টর রোটা: লুতফর বারী চৌধুরী হিরো, রোটারী ক্লাব অব কুমিল্লা নেক্সাসের চার্টাড প্রেসিডেন্ট রোটা:তৌহিদুজ্জামান সহ বিভিন্ন ক্লাব থেকে আগত নেতৃবৃন্দ। এ সময় রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার নবাগত প্রেসিডেন্ট নতুন বোর্ড এবং রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।