চট্টগ্রামের আনোয়ারায় বুধবার (৫ জুলাই) সন্ধ্যায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে ৭৮ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত মুহাম্মদ ছাবের আহম্মদ প্রকাশ রেনু উপজেলার উত্তর হাজীগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে। স্থানীয় আব্দুল আল নোমান জানান, বুধবার সন্ধ্যায় মাগরীবের নামাজ পড়ে বাড়ি আসার পথে হঠাৎ হাতির সামনে পড়ে যান তিনি। এসময় হাতির পায়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে আনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমক) হাসপাতালে রেফার করে। সেখানে নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জান্নাতুন নুর জানান, সন্ধ্যার পর হাতির মাধ্যমে গুরুতর আহত হওয়া এক বৃদ্ধাকে আনা হয়েছিল। হাতির আক্রমণে উনার হাত ও পা ভেঙে গেছিল। পরবর্তীতে তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামের আরও দুটি জাহাজ বন্দরে আসে।