পঞ্চগড়-১ আসনে আগামী সংসদ নিবার্চনে সম্ভাব্য আওয়ামীলীগের প্রার্থীরা ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তা ব্যতিক্রমী কর্মসূচি দিয়ে প্রচারণা অভিযান শুরু করেছেন। তিনি গত ১৪ বছর ধরে ব্যতিক্রমী সব কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়-১ আসনে ব্যতিক্রমী কর্মসূচি চালিয় আসছেন। এসব কর্মসূচির মধ্য রয়েছে সকল শ্রেণীর পেশার মানুষ, সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময়, প্রবীণ ও দল উপেক্ষিত নেতাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময়, ফুটবল প্রতিযাগিতা, সংগীতানুষ্ঠান ও ওয়াজ মাহফিলর আয়ােজন, ক্ষুদ্র নৃত্ত্বাত্বিক জনগাষ্ঠীর জীবন মান উন্নয়নে সহায়তা, বিভিন গরীব, বিপদগ্রস্ত মানুষ ও অসহায় অসুস্থ ব্যক্তিদের সহযাগিতা করছেন। গত রমজানে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ,করােনায় শুভেচ্ছা উপহার বিতরণ, নৌকা দূর্ঘটনায় নিহতদের সহায়তা, অগিকান্ড ক্ষতিগ্রস্তদের সহায়তা, চ্যানেল আই শিল্পী সড়ক দুর্ঘটনায় আহত তিলাত্তমা দাসকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যান, অসুস্থ জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চুকে সিঙ্গাপুর নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছেন। প্রবীণ গণমাধ্যমকর্মী অসুস্থ শহীদুল ইসলাম শহীদকে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়ে গিয়ে চিকিৎসা করিয়েছেন। অসহায় মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা চালিয় যাচ্ছেন। দীর্ঘদিন ব্যাংক ঋণ বঞ্চিত পান চাষীদর ব্যাংক ঋণের ব্যবস্থা করেছেন। সাতমেরায় চাওয়াই নদীতে ব্যক্তিগত অর্থ দিয়ে সাঁকাে তৈরি করে দিয়েছেন। গত ১৪ বছর ধরে তিনি এসব কর্মসূচি চালিয় যাচ্ছেন। স্থানীয় সকল নিবার্চনে নৌকা মাকার্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয় নৌকার জয়লাভ নিশ্চিত করেছেন। তিনি ‘স্বপ্নের পঞ্চগড় একথ গড়তে একটা ইশতেহার প্রকাশ করেছেন। এসব কর্মকান্ড পরিচালনা করে তিনি এখন পঞ্চগড়ের সকল মানুষ ও বয় বৃদ্ধদের নিকট অতি পরিচিত মুখ। তিনি সব শ্রেণী পেশার মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। এর আগে তিনি প্রধানমন্ত্রী’র কাযার্লয়ের এটুআই প্রকল্পর জনপ্রেক্ষিত বিশষজ্ঞর দায়িত্ব পালন করন। বর্তমান তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের স্বতত্র পরিচালক ও মির্জা গালাম হাফিজ ডিগ্রী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি। গত শনিবার সকালে দলীয় কাযার্লয়ের সামনে থেকে “যে কারণে আপনি আবারও শেখ হাসিনার নৌকায় ভােট দিবেন” শিরানামে বর্তমান সরকারের সাফল্য ও উনয়ন তথ্য সম্বলিত লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এর আগে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদর উদ্দেশ্যে বলেন, আগামী জাতীয় সংসদ নিবার্চন সামনে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে বাংলাদেশকে আজ কােথা থেকে কােথায় তুল নিয়ে গেছে। এই যে বিরাট পরিবর্তন আমরা চােখের সামনেই দেখলাম। যাতে আগামীতেও পঞ্চগড়ের মানুষ সারা দেশের মানুষ আমাদর প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননত্রী শেখ হাসিনা মনানীত প্রার্থী যাকেই মনানয়ন দিবেন, যার হাতই নৌকা তুলে দিবেন আমরা যেন সেই প্রার্থীকে ভােট দেই। আজ থেকেই এই জাতীয় নিবার্চনী প্রচারাভিযান শুরু হলা। আমরা সরকারর অর্জনসমূহ যেমন ডিজিটাল বাংলাদশ অর্জন, ঘরে ঘরে বিদুৎ, পঞ্চগড়ের মানুষ ভাবতে পারেনি পঞ্চগড় থেকে রেল যোগে ঢাকা যাব, রাজশাহী যাব? পঞ্চগড় থেকে কক্সবাজার রেল যাবে। আমাদর নেত্রী আমাদের পঞ্চগড়ের রেলমন্ত্রী এটা করছেন। অভুতপূর্ব উনয়ন, বাংলাবান্ধা, চা চাষ, ছিটমহল বিনিময়, পদ্মাসেতু, রপপুরপারমানবিক বিদুৎ কেন্দ্র , স্বাস্থ্য শিক্ষা, নারীর ক্ষমতায়নসহ যা উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। আমরা গ্রাম গঞ্জ, হাটবাজার, বাড়িত বাড়িত গিয়ে শেখ হাসিনার অর্জন সমূহর বার্তা নিয়ে যাবাে এবং মানুষকে বাঝাতে সক্ষম হলে মানুষ আমাদের প্রতি আস্থা পায় এবং আগামীতে নৌকায় ভােট প্রার্থনা করবাে। পঞ্চগড় পৌরসভায় আজ থেকে লিফলট বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু হলা। তিনটি উপজলায় একটি পৌরসভা ও ২০ টি ইউনিয়ন এ কার্যক্রম চলবে।