ড্রেন পরিষ্কার করার জন্য কাঁদা উত্তোলন করে স্তুপ করে রাখা হয়েছে রাস্তায়। ড্রেন থেকে উত্তোলনকৃত কাঁদা মাটি স্তুপ ৪দিন অতিবাহিত হলেও স্তুপকৃত কাঁদা অপসারণ করছে সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষ। স্তুপকৃত কাঁদার দুর্গন্ধে এলাকাবাসী অতিষ্ঠ হয়েছে। এদিকে স্তুপকৃত কাঁদায় গৃহপালিত পশু-পাখি হাটা-হাটিতে স্তুপকৃত কাঁদার জীবানু প্রবেশ করছে বাড়িতে। রাস্তা পাড়াপাড়ের সময় স্তুপকৃত কাঁদার র্দূগন্ধে নাকে কাপড় লাগিয়ে যাতায়াত করছে পথচারীরা। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড ও ১০নং ওয়ার্ডের সীমান্তবর্তী হোসেনপুর বাগানবাড়ি জগন্নাথ মৌড় থেকে হোসেনপুর বটতলা কল্পনা বিড়ি ফ্যাক্টরী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সিরাজগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড ও ১০নং ওয়ার্ডের সীমান্তবর্তী হোসেনপুর বাগানবাড়ি জগন্নাথ মৌড় থেকে হোসেনপুর বটতলা কল্পনা বিড়ি ফ্যাক্টরী পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা রয়েছে। রাস্তার দুইপাশ দিয়ে ঘনবসতি বসতবাড়ি রয়েছে। রাস্তায় উত্তর দিক দিয়ে পানি নিস্কাশনের জন্য ড্রেন রয়েছে। ৪দিন পূর্বে সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষ থেকে ড্রেন পরিষ্কার করার জন্য ড্রেন থেকে কাঁদা উত্তোলন করে স্তুপ করে রাখা হয়েছে। স্তুপকৃত কাঁদা শুকিয়ে গেলেও স্তুপকৃত কাঁদা অপসারণ করছে না সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষ স্তুপকৃত কাঁদা অপসারণ না করার জন্য এলাকায় দূর্গন্ধ ছড়িয়েছে। দূর্গন্ধে এলাকার জনসাধারণ রাস্তায় বের হতে পারছে না। রাস্তা দিয়ে জনসাধারণ চলাচল করার সময় নাকে রোমাল, কাপড় দিয়ে ঢেকে বের হতে দেখা যাচ্ছে। গৃহপালিত জীবজন্তু রাস্তায় বের হয়ে স্তুপকৃত কাঁদা পায়ের সাথে মাখিয়ে বসতবাড়িতে প্রবেশ করায় বিভিন্ন ধরনের রোগ বালাইয়ের আশঙ্কা করছে এলাকাবাসী। অপরদিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম এর বসতবাড়ির পূর্বে একটি পুকুরে দীর্ঘদিন ধরে পলিথিন, আবর্জনা ফেলে দেওয়ায় সর্বক্ষণিক দূর্গন্ধ সৃষ্টি হয়েছে। হোসেনপুর বাগানবাড়ির স্থায়ী বাসিন্দা সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমিনুল ইসলাম বলেন, আমার পৈর্তৃক বসতবাড়ির পূর্বে একটি পুকুরে দীর্ঘদিন ধরে পলিথিন ও আবর্জনা ফেলে দেওয়া দুর্গন্ধে বাসায় অবস্থান করা যাচ্ছে। এদিকে পুকুরের দূর্গন্ধে অপরদিকে ড্রেনের স্তুপকৃত কাঁদায় এলাকায় অবস্থান করা যাচ্ছে না। দ্রুত সিরাজগঞ্জ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান তিনি।