মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নবনীধর (কুষ্টিয়া) এলাকায় প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় মোঃ শহিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
শনিবার রাতে সাটুরিয়া বাজার সংলগ্ন বটতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের নবনীধর (কুষ্টিয়া) এলাকার আব্দুস বাসেদ এর পুত্র। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়,গত ৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টার দিকে উপজেলার দরগ্রাম ইউনিয়নের নবনীধর (কুষ্টিয়া) এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের বাড়িতে স্টিলের দরজা কেটে ৭ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লক্ষ টাকা চুরি হয়। এ ঘটনায় পরদিন সকালে প্রবাসীর স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে শহিদুল ইসলামের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪জনকে আসামী করে সাটুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মানবেন্দ্র বালো জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ হলে, অভিযোগের প্রেক্ষিতে শহিদুল ইসলামকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ড আবেদন করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।