সোনাইমুড়ী পুলিশের সহায়তায় গত মঙ্গলবার সন্ধ্যায় ০৬:৪৫ ঘটিকার সময় সোনাইমুড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গত ০৫/০৮/২০২৪ ইং তারিখে দুস্কৃতিকারীদের আক্রমণে থানা হইতে লুট হওয়া ০১টি গ্যাস গান ও ০১টি শর্টগানসহ মোট ০২টি অস্ত্র উদ্ধার হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ০৬:৪৫ ঘটিকার সময় সোনাইমুড়ী থানাধীন ০৭ নং বজরা ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডস্থ রসুলপুর সাকিনে হাফানিয়া ব্রিজ সংলগ্ন ওয়াদ্ধা খালের পূর্ব পাড় হইতে পরিত্যাক্ত অবস্থায় ০২টি অস্ত্র উদ্ধার করে। অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযান অব্যাহত আছে।