উন্মুক্ত বশ্বিবদ্যিালয়রে (বাউব) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১৫ সপ্টেম্বের রববিার বাউবরি গাজীপুর ক্যাম্পাসে যোগদান করছেনে। রাষ্ট্রপতি ও আচার্য মো. সাহাবুদ্দিন চার বছর মেয়াদে ঢাকা বশ্বিবদ্যিালয়রে পদার্থ বজ্ঞিান বিভাগের অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে এই নিয়োগ প্রদান করনে। গত বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদশে জারি করা হয়।
রবিবার সকালে বাউবিতে যোগদানের পর কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সাথে পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ করনে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। প্রথমইে তনি বৈষম্য বিরোধী আন্দোলনে সকল শহীদরে আত্মার মাগফরোত ও আহতদরে দ্রুত আরোগ্য কামনা করনে। সমাজরে পছিয়ি পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে এনে শিক্ষা বান্ধব প্রতষ্ঠিান হিসেবে গড়তে তিনি অঙ্গীকার ব্যক্ত করনে। উপাচার্য আরো বলনে, শুধু সনদ বিতরণ নয় বরং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করে বাউবিকে প্রকৃত জ্ঞানরে আলোয় আলোকতি করতে হবে । যে লক্ষ্য ও উদ্দশ্যে নি য়ে ১৯৯২ সালে অধ্যাপক ড. এম শমসরে আলীর হাত ধরে বাউবি প্রতিষ্ঠিত হয়েছিল তা বাস্তবায়ন করতে সকলকে সততা, নিষ্ঠা ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তিনি বাউবিকে যোগাযোগ প্রযুক্তিতে দক্ষতা ও মান উন্নয়ন করে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করনে। এ সময় তিনি দুর্নীতি সহ সকল অনিয়ম থেকে দূরে থাকতে কঠোর অঙ্গীকার ব্যক্ত করনে। বাউবির রেজিস্টার ড. শফিকুল আলমের সঞ্চালনায় এই পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান পরিচালিত হয়।
ড. ওবায়দুল ইসলামের শিক্ষা, গবেষণা, রাজনীতি ও বিজ্ঞান বিষয় রয়েছে বর্ণাঢ্য কর্মযজ্ঞ। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দেশ বি দেশে অসংখ্য পুরস্কারে ভূষতি হয়ছেনে। আন্তজার্তকি বিভিন্নি জার্নাল তাঁর তিন ডজনেরও অধিক আর্টিকেল প্রকাশিত হয়েছে। ১৯৯৯ সালে জাপানের তোয়ামা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের ইউট্যাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন এই শিক্ষাবিদ। তিনি বাগেরহাটের মোড়লগঞ্জের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ।