চাঁদাবাজি, অপহরণ, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে আমার স্বামী, সন্তানসহ অন্যান্যদের উপর একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিনের স্ত্রী আসমা উল হুসনা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, সাঈদ ইসলাম, রিসাদ ইসলাম, দেবেন তার্কিকে ৪নং শেখপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবেদুর রহমানের বাসায় আটক করে রাখা হয়েছে। এ খবর জানার পর আমার স্বামী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল মিলন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল, ছাত্রদল নেতা রুবেল ইসলামসহ আরো কয়েকজন অপহরণ কৃতদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেলে বখতিয়ার আহমেদ কচির নেতৃত্বে ফরহাদ রহমান প্লাবন, মন্টি, সাজু, ল্যাংড়া সোহেল, রেজাউর রহমান রেজা, মজিবর রহমান মজিব, খাদেমুল ইসলাম সোহাগ, মাসুদ আলম, তমাল, রিফাত, নবাব, রাজ্জাক, জনিসহ অজ্ঞাত শতাধিক সন্ত্রাসী হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমন করে গুরুতর আহত করে। পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আমার স্বামী শাহীন বর্তমানে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর আমার একমাত্র ছেলে তানভীরসহ হেলাল ও রিমন বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সংবাদ সম্মেলনে আসমা উল হুসনা আরো বলেন, উল্লেখিত সন্ত্রাসীদের অত্যাচারে জর্জরিত ও অনিরাপদ দিনাজপুর বাসী। বর্তমানে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন ও উল্লেখিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি দলীয় যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।