চুয়াডাঙ্গায় টানা প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি ও মুষলধারে টানা বৃষ্টি শুরু হয় এ জেলায়। একই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। টানা বৃষ্টি ও বাতাসের তীব্রতার কারণে এ অঞ্চলের জনজীবন স্থবির হয়ে পড়েছে।
গত ২৪ ঘণ্টায় এ জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১১৩ মিলিমিটার। এছাড়া রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৬৭ দশমিক ৮ মিলিমিটার। এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টির কারণে জেলার নীচু এলাকা, মাঠের ফসল পানিতে তলিয়ে গেছে ও রাস্তাঘাট ডুবে গেছে। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ি থেকে বের হতে পারছে না অনেকে। কাজে যেতে না পারায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, গভীর নিম্নচাপের কারণে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ সকাল ৬ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ মিলিমিটার এরপর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৩৪ মিলিমিটার। আগামীকাল সকাল থেকে চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত কমতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।