নীলফামারীতে সড়ক পরিবহন মালিক গ্রুপের সদ্য কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
আজ রবিবার বিকালে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম এ সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, ‘সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি দুইবারের বেশি কোনো পদে থাকতে পারবেন না। কিন্তু তিনি একক ক্ষমতায় ২০১৩ সাল থেকে সভাপতি পদ দখল করে ছিলেন। তিনি একক ক্ষমতার বদলে সংগঠনের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন। তিনি প্রতিমাসে চা-পানের বিল বাবদ ৩৫-৪০ হাজার টাকা উত্তোলন করেছেন। আমরা সংগঠনের আয় ব্যায়ের হিসাব তার কাছে চাইলে তিনি কোনো হিসাব দিতে না পেরে স্বেচ্ছায় পদত্যাগ করছেন। সংবাদ সম্মেলনে উভয় গ্রুপের আরও অনেকে উপস্থিত ছিলেন।