জামালপুরের ইসলামপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের শুভ উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। বুধবার বিকালে বীরউত্তম শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ সেতুর পূর্ব পার্শ্বে ৫কোটি ২৯লাখ টাকা ব্যয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নে মিনি স্টেডিয়ামটির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হুসনে আরা, এমপি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা: তানভীর হাসান রুমানের সভাপতিত্বে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, এমপি। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। আমন্ত্রিত অতিথিবৃন্দ, ক্রীড়া পরিষদ অতিরিক্ত সচিব পরিমল সিংহ, জেলা পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ, প্রকল্প পরিচালক উপ সচিব মাহবুব মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ্র, পৌর মেয়র আব্দুল কাদের সেখ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহাজাহান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড.আব্দুস ছালাম।