বাগেরহাটে ঈদের ছুটিতে দুটি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট সুন্দরবন ও ষাটগুম্বজ মসজিদ, শরণখোলার রায়েন্দা-বলেশ্বর রিভার ভিউ ইকোপার্ক ও হযরত খানজাহান (রহ.) দরগা-দিঘীর পর্যটন স্পটে পর্যটকদের ঢল নেমেছে। এরমধ্যে শরণখোলার রায়েন্দা-বলেশ্বর রিভার ভিউ ইকোপার্কে পর্যটকদের উপচে পড়া ভিড় লেগেই রয়েছে। ঈদের লম্বা ছুটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ একাধিক ভিভিআইপিরাও ঘুরে দেখেছেন সুন্দরবনের অপরূপ সৌন্দর্য।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির জানান, ঈদের লম্বা ছুটিতে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ একাধিক ভিভিআইপিরাও ঘুরে দেখেছেন সুন্দরবনের অপরূপ সৌন্দর্য। সোমবার বিকাল পর্যন্ত গত তিনদিনে সুন্দরবনের শুধু করমজল বণ্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রে এক দিনে প্রায় দেড় হাজার পর্যটক এসেছেন। এসব পর্যটকরা করমজলে হরিণ, বানর ও কুমিরসহ নানা প্রজাতির প্রাণীসহ বনের বিভিন্ন স্থান অবলোকন করেছেন। মুগ্ধ হয়েছেন বনের জীববৈচিত্র্য দেখে।
তিনি আরও বলেস, সোমবার বিকাল পর্যন্ত ৩৫টিরও অধিক বিলাশ বহুল লঞ্চ ও কেবিন ক্রুজারে করে প্রায় ৩ হাজার দেশি-বিদেশি পর্যটক সুন্দরবনে প্রবেশ করেছেন। পর্যটকদের আকৃষ্ট করতে করমজলে দৃষ্টিনন্দন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করা হয়েছে। উন্নত দেশগুলোর মতো আকর্ষণীয় করে সুন্দরবনের স্পটগুলোকে সাজানো হয়েছে। ঈদের ছুটিতে সুন্দবনে পর্যটন খাতে রাজস্ব আয় বাড়বে।
সোমবার সকালে ষাটগুম্বজ মসজিদসহ হযরত খানজাহান (রহ.) দরগা-দিঘীর পর্যটন স্পটে ঘুরে দেখা গেছে পর্যটকদের ভিড় লেগেই রয়েছে। গত এক বছর ধরে বাগেরহাটের সব থেকে আলোচিত পর্যটন কেন্দ্র শরণখোলার রায়েন্দা-বলেশ্বর রিভার ভিউ ইকোপার্কে ঈদের ছুটিতে প্রতিদিন প্রায় অর্ধ লাখ পর্যটকের ঢল নামছে। সুপার সাইক্লোন সিডরে মৃত্যপুরী শরণখোলাকে জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচাতে বলেশ্বর নদীর তীরে সিসি ব্লকের বেড়িবাধেঁর দুই কিলোমিটার এলাকাজুড়ে এখন পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে।
শরণখোলা উপজেলা প্রশাসন সিসি ব্লকের বেড়িবাধকে রায়েন্দা-বলেশ্বর রিভার ভিউ ইকোপার্কে রূপ দিয়েছেন। গত এক বছর ধরে বলেশ্বর নদীর মোহনায় বঙ্গোপসাগরে সূর্যাস্ত দেখা, বলেশ্বর নৌভ্রমণ ও সুন্দরবনের অপরূপ দৃশ্য দেখার সুযোগ থাকায় ইতিমধ্যেই এই পর্যটন স্পটটি দেশের বিভিন্ন জেলার পর্যটকদের কাছে দর্শনীয় পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে। এখনো পর্যটন মন্ত্রণালয়ের তালিকার বাইরে থাকা শরণখোলার রায়েন্দা-বলেশ্বর রিভার ভিউ ইকোপার্কে সোমবার বিকালে গিয়ে দেখা গেছে সেখানে পর্যটকের প্রচণ্ড ভিড়।
বাগেরহাট ট্যরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শরণখোলার রায়েন্দা-বলেশ্বর রিভার ভিউ ইকোপার্ক এখনো দেখভালের দায়িত্ব আমদের না। তবে, দু’টি ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইট সুন্দরবন ও ষাটগুম্বজ মসজিদ ও হযরত খানজাহান (রহ.) দরগা-দিঘীর পর্যটন স্পর্টে ঈদের ছুটিতে পর্যটকদের ঢল সামাল দিতে ট্যুরিস্ট পুলিশ নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনায় সর্বদা তৎপর রয়েছেন।