চট্টগ্রামের সীতাকুণ্ডে পবিত্র রমজান উপলক্ষে এবার বাজার মনিটরিং এ নেমেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম রবিবার উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন করেন।এ সময় কাচাবাজার,মাংসের দোকানদার, মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসায়ীকে বাজার দর স্থিতিশীল রাখতে ও সহজে দেখা যায় এরকম জায়গায় মূল্য তালিকা প্রদর্শন করতে অনুরোধ করেন। জানা যায়,মাহে রমজান উপলক্ষ্যে জনসাধারণের দুর্ভোগ লাঘবে পুলিশ সুপারের দিকনির্দেশনায় সীতাকুণ্ড থানা এলাকার বিভিন্ন কাঁচাবাজার,মাংসের দোকান,ডিমের দোকান এবং নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দোকানে বাজারদর মনিটরিং করার উদ্দেশ্যে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহম্মেদ বিভিন্ন বাজার পরিদর্শন করেন।পরিদর্শন কালে তিনি দোকান মালিকদের নানা রকম দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।এছাড়াও তিনি প্রত্যেকটি মুদির দোকানে মূল্য তালিকা গুলি প্রকাশ্য স্থানে ঝুলিয়ে রাখার বিষয়ে জোর তাগিদ দেন।পবিত্র মাহে রমজানের তৎপর্য অনুধাবন করে সাধারণ জনসাধারণের কষ্টের বিষয়গুলি বিবেচনায় রেখে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করেন।