চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলার সলিমপুর ইউনিয়ন ফৌজদারহাট বাইপাস মোড় ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা ট্রাফিক পুলিশ।গত বৃহস্পতিবার বিকাল ৪টা দিকে ফৌজদারহাট এলাকায় পুলিশের অভিযানে মহাসড়কে ফিটনেসবিহীন বাস চালানোর দায়ে ৫টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এসময় ৫টি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশের ট্রাফিক সার্জেন্ট (টিআই) তরিকুল ইসলাম বলেন,মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণে আনতে এবং দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া চালানো গাড়ির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।অভিযানে গাড়ির কাগজপত্রে গরমিল ও ফিটনেস না থাকায় ৫টি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো বলেন, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন, লাইসেন্স বিহীন গাড়িসহ অন্যান্য ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।যদি গাড়ি চালকরা ট্রাফিক আইন মেনে চলে, নিরাপদে গাড়ি চালাই, নিজে নিরাপদ থাকে ও অপরকেও নিরাপদ রাখে তাহলে দূর্ঘটনা কমে আসবে। এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য গত শনিবার (২৫ মার্চ) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ফৌজদারহাট এলাকায় ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে ৫৩টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এসময় বাস, ট্রাক ও লরিসহ ১৭টি গাড়ি জব্দের পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়।