
মুন্সীগঞ্জের রামপালের রাজা বল্লাল সেনের দিঘীতে মহামূল্যবান কষ্টি পাথরের মূর্তির মস্তক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের এনায়েত নগর এলাকার পাশে রাজা বল্লাল সেনের দিঘীতে কৃষি কাজের জন্য সেচের পানির লাইন করতে গিয়ে কষ্টি পাথরের মূর্তির মস্তকটি দেখতে পায় এবং পরে তা উদ্ধার করা হয়। এদিকে রামপালের দিঘীতে পাওয়া প্রাচীন মূর্তির মস্তকটি স্থানীয় রামপাল ইউনিয়ন পরিষদের সচিব মো: কবির হোসেন মাটি শ্রমিকদের কাছ থেকে বুঝে নেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেজারত শাখার সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলাম বারী মূর্তিটি বুঝে নেন।