শিবচরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মিরাজ মাদবর জয় (১৮) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী কালু বাইয়া কান্দী গ্রামের মোতাহার মাদবরের একমাত্র ছেলে। জয় এ বছর শিবচর হাজী রেজাউল করিম তালুকদার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও জয়ের বন্ধু রাজিব চোকদার জানায়, তারা নয় জন বন্ধু মিলে দুপুর সাড়ে তিনটার দিকে পদ্মা নদীতে গোসল করতে নামে। বন্ধুদের মধ্যে সবাই সাঁতার জানলেও একমাত্র জয় সাঁতার জানতো না। পানিতে নেমে কিছুটা দূরে গিয়ে গোসল করছিল তারা। হটাৎ জয়কে আর কেউ দেখতে না পাওয়ায়। তাৎক্ষণিকভাবে সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার পরিবার এর কাছে রাত আটটার খবর দেয়া হয়। নিখোঁজ জয়ের চাচা ছুরহাব মাদবর বলেন, বাসা থেকে বের হওয়ার আগে সে তার মাকে বলে এসেছিল বন্ধুরা মিলে গোসল করবে। আর সে নদীর পাড়ে বসে গল্প করবে। সে সাঁতার জানে না তাই বেশি পানিতে নামবে না। বাবা মায়ের একমাত্র ছেলে জয়। ছেলের নিখোঁজ হওয়ার খবরে বাবা প্রবাসে মা পাগলপ্রায় বলেও জানান তিনি। শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ তপন কুমার ঘোষ জানান, খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করা হয়। সকাল আট টা থেকে দুপুর দুইটা প্রযন্ত মাদারীপুর থেকে একটি ডুবুরী দল অভিযানে যোগ দেয়। আমরা এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি সম্ভবত প্রবল স্রোতে ভেসে গেছে বলেও জানান তিনি। কাঠালবাড়ি ঘাট নৌ পুলিশ অফিসার ইনচার্জ মো.আনিসুল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে বলেও জানান তিনি।