চলতি মৌসুমে ব্যাপকভাবে আমন ধানের চারা রোপন করছেন এলাকার চাষিরা। এরই মধ্যে আমন চাষকে ঘিরে মাঠে মাঠে যেন এখন উৎসব শুরু হয়েছে। তবে তীব্র তাপদাহে আর বৃষ্টির অভাবে উপজেলার কৃষকেরা আমন ধানের চারা রোপণের ভরা মৌসুম হলেও জমিতে পর্যাপ্ত পানি না থাকায় আমনের চারা রোপণ নিয়ে বিপাকে পড়েছিলেন। এর মধ্য একটানা কয়েকদিনের ভারী বৃষ্টি হওয়ায় কৃষকরা আমন ধানের আবাদ শুরু করেছেন। কখনো রোদ আবার কখনো বৃষ্টিকে উপক্ষো করে সরাইল উপজেলার কৃষকরা আমন ধানের চারা রোপণের কাজে মহা ব্যস্ত সময় পার করছেন।কৃষকরা বলছেন, বৃষ্টির অভাবে এবার ভরা মৌসুমে আমন ধানের চারা রোপণ করতে কিছুটা দেরি হয়েছে। তাতে ধান রোপণে দেরি হলেও ফলনে তেমন প্রভাব পড়বে না। তবে এবছর আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে এবং বাম্পার ফলন হবে বলে আশা উপজেলার কৃষি বিভাগের। সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, চলতি মৌসুমে উপজেলায় ৭ হাজার-৯০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ইতোমধ্যে লাগানো প্রায় শেষ পর্যায়ে।কৃষকরা জানান, কৃষি শ্রমিকের মজুরী ও সার, সেচ, তেলসহ কৃষি উপকরণের মুল্য চড়া হওয়ায় চাষীরা পড়েছেন বিপাকে। এ অবস্থায় কৃষি উপকরণ সমুহের মূল্য কমানোর পাশাপাশি সরকারি ভুর্তকী বাড়ানোর দাবী করছেন কৃষকরা।