ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও খান মোঃ আব্দুল্লাহ আল মামুন এর বদলি আদেশ প্রত্যাহার চেয়ে ছাত্র সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্র আলমগীর হোসেন বলেন, আমাদের উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যার অনেক ভালো মনের মানুষ, তাহার অফিস রুমে যাওয়ার জন্য কোন পারমিশন লাগে না। আমরা বিগত দিনে দেখেছি কোন ইউএনও স্যারের রুমে কোন কাজের জন্য প্রবেশ করার জন্য ৩০ থেকে ৪০ মিনিট অপেক্ষা করতে হতো। আমরা ধামরাই ছাত্র সমাজ ইউএনও স্যারের বদলি প্রত্যাহারের জন্য বিভাগীয় কমিশনার স্যারের কাছে গিয়ে ছিলাম। বিভাগীয় কমিশনার স্যার আমাদের আশ্বাস দিয়েছে। দেখা যায় মানববন্ধনে ব্যানার নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায় ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়,ধামরাই এর সচেতন ছাত্র সমাজসহ বিভিন্ন স্কুল কলের ছাত্র-ছাত্রী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।