ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পল্লি বিদ্যুৎ অফিসে ১০ দফা দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রজনতা। বুধবার দুপুরে প্লে কার্ড ও লিফলেট হাতে নিয়ে পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষার্থী ও প্রতিবাদকারীরা বলেন, “আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।” তারা বলেন স্থানীয় প্রশাসন দ্রুত তাদের দাবিগুলোর প্রতি মনোযোগ দিবে এবং বিদ্যুৎ সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে। পল্লি বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূইয়া বলেন, “আমরা নিরিবিচ্ছিন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে আবেদন করেছি। আশা করছি, আগামীকাল থেকে নবীনগরের বিদ্যুৎ সমস্যা অনেকটা কমে আসবে।” এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।