গাইবান্ধা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত পুলিশ সুপার মোশাররফ হোসেনের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার বৈষম্য বিরোধী সমাজ গঠনে সংবাদকর্মিদের সহযোগিতা চাওয়ার পাশাপাশি মাদক সহ সকল অপরাধের শিকড় উপরে ফেলে গাইবান্ধা কে একটি পরিচ্ছন্ন জেলা হিসেবে উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ মামুন,সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।