ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘এলাকায় প্রতিহিংসার রাজনীতি করবেন না, রাজনীতি করেন আর সমাজনীতি করেন, আগে নিজের আমল ঠিক থাকতে হবে।’
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের আমান উল্লাহপাড়া জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। ভূমিমন্ত্রী বলেন, ‘দুনিয়া আমাদের শেষ ঠিকানা নয়, আখিরাতে সবাইকে যেতে হবে। রোজার মাসে বেশি বেশি ইবাদত করবেন, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মানুষের সঙ্গে অপরাজনীতি করবেন না, রাজনীতি করবেন মানুষের ভালোর জন্য। ‘ভালো কাজে আমার নাম ও ব্যবহার করতে পারবেন, কিন্তু আমার নাম বিক্রি করে কেউ অন্যায় করলে তাকে বেঁধে রাখবেন। আমি কোনো অন্যায় কাজে নেই। ১১ বছরে মন্ত্রীত্ব থাকাকালে আমি চেষ্টা করেছি ভালো কাজ করতে। আমি অন্যায় করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার দলের লোকরা অন্যায় করলে তাদেরও আমি শাসন করব। কিছু মানুষের অন্যায়ের জন্য দল ও আমি কলঙ্কিত হতে চাই না।’ মন্ত্রী আরও বলেন, ‘সরকার মানুষের উন্নয়নে কাজ করছে, তাই সরকারকে সহযোগিতা করতে হবে। ধারাবাহিক ক্ষমতার কারণেই এই উন্নয়ন সম্ভব। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন।’ ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর উদ্দিন চৌধুরীসহ অনেকে।