”কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বাস্তবায়নে মঙ্গলবার থেকে মাগুরা সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর মাগুরা ও উপজেলা প্রশাসন এর আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও কৃষকদের মাঝে কৃষি ঋণ মঞ্জুরীপত্র বিতরন অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষি মেলার উদ্বোধন করেন। ৩ দিন ব্যাপী কৃষি মেলায় ২০ টি ষ্টল স্থান পেয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ির উপপরিচালক সুফি মো: রফিকুজ্জামান এর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্টানে বক্তৃতা করেন, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, উপজেলা কৃষি অফিসার হুমায়ন কবির ও স্থানীয় নেতৃবৃন্দ। উদ্ধোধনী অনুষ্ঠানে আলোচনা সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ কষৃকদের মাঝে কৃষি ঋণ মঞ্জুরীপত্র বিতরন করেন এবং মেলায় অংশ গ্রহনকৃত ষ্টল পরিদর্শন করেন।