রাজধানীর কোতয়ালী থানা এলাকায় অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রির দায়ে ১২টি প্রতিষ্ঠানকে ৩৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে অভিযানে এ জরিমানা করা হয়। র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জাগো নিউজকে এ তথ্য জানান। তিনি বলেন, অভিযানে ওই এলাকার অল কেসি ড্রাগকে নগদ ২ লাখ টাকা, হাজীগঞ্জ মেডিসিনকে নগদ ২ লাখ টাকা, চৌধুরী ফার্মেসিকে নগদ ২০ হাজার টাকা, গোপাল গীতা ফার্মেসিকে নগদ ৫ লাখ টাকা, জগৎ জননী হাউজকে নগদ ২০ হাজার টাকা, রাফি মেডিসিন কর্নারকে নগদ ১ লাখ টাকা, জনসেবা মেডিসিন এজেন্সিকে নগদ ১০ লাখ টাকা, কাফ মেডিসিন হলকে নগদ ৫০ হাজার টাকা, মেসার্স ইকবাল সার্জারিকে নগদ ১ লাখ টাকা, ঢাকা অর্গানিক ল্যাবকে নগদ ১ লাখ টাকা, তামান্না ড্রাগকে নগদ ২ লাখ টাকা ও মদিনা ফার্মেসিকে নগদ ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত আটটি ওষুধ গোডাউন সিলগালা করেছে। এছাড়া প্রায় ২ লাখ টাকা মূল্যের অনুমোদনহীন অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে। ওই এলাকায় অসাধু ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুত ও বিক্রি করে আসছিল বলে র্যাব জানিয়েছে।