চট্টগ্রামের হাটহাজারীতে কৃষি জমির টপসয়েল কাটার দায়ে দেড় লক্ষ টাকা জরিমানা করল উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপজেলা ধলই ইউনিয়নের শান্তিরহাট এলাকায় দুই ব্যক্তিকে জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশাহিদুল আলম।অভিযুকতরা হলেন,উপজেলা ফরহাদাবাদ এলাকার রুবেল, পশ্চিম ধলই এলাকার মাহবুব আলমের পুত্র জুয়েল। ইউএনও মোঃ শহিদুল আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শনে গিয়ে দেখা যায়, ১ টি এক্সেভেটর ও ১ টি ড্রাম ট্রাক সহযোগে কৃষি জমির উর্বর উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে। অভিযানের তথ্য পেয়ে তারা পালিয়ে গেলেও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারের সহযোগিতায় রুবেল ও জুয়েল নামে ২ জনকে আটক করা হয়। পরে ড্রাম ট্রাকের জন্য জুয়েলকে ৫০ হাজার ও রুবেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।