মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সমতলে বসবাসরত ক্ষুদ্র- নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল শিক্ষাবৃত্তি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২। মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মকছেদুল মোমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, মহম্মদপুর থানার ওসি তদন্ত মোঃ বোরহান উল ইসলাম।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন প্রীতম সরকার, শ্রাবন্তী সরকার শৈলী প্রমূখ। সবশেষে অতিথিবৃন্দ ক্ষুদ্র- নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে১০টি বাইসাইকেল ও প্রাথমিক পর্যায়ে প্রতি শিক্ষার্থীপ্রতি ২৪০০/= টাকা মাধ্যমিক পর্যায়ে ৬০০০/= টাকা ও কলেজ পর্যায়ে ৯৬০০/ বিভিন্ন পর্যায় ক্রমে মোট-২৫০ জন শিক্ষার্থীকে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া এ অনুদান সর্বমোট ১০৯৬০০০/= টাকার শিক্ষা বৃত্তি চেক বিতরণ করা হয়।